ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজন শেষ করেও বিশ্রামের সুযোগ পাচ্ছে না ভারতীয় ক্রিকেটাররা। ক্রিকেটের বিশ্ব আসর শেষ হওয়ার পরপরই সদ্য চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সাথে নিজ দেশেই খেলছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের মাঝপথেই ঘোষণা হলো চলতি মাসে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারত দল।
অস্ট্রেলিয়া সিরিজের মত দক্ষিণ আফ্রিকা সফরে সংক্ষিপ্ত ফরমেটের সিরিজেও বিশ্রামে রাখা হয়েছে একাধিক অভিজ্ঞ ক্রিকেটারকে। দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ফরমেটের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ভারত। তিন ফরমেটের জন্য আলাদা দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বিশ্রামে রাখা হয়েছে বিরাট কোহলিকে। একইসঙ্গে দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাও খেলবেন কেবল টেস্ট সিরিজে। তার পরিবর্তে দক্ষিণ আফ্রিকার সফরে ওয়ানডে ফরমেটের অধিনায়কত্ব করবেন লোকেশ রাহুল ও টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদব।
ভারত বিশ্বকাপে নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে না পারায় আসন্ন সফরে ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন সূর্যকুমার। তাছাড়া চোটের কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না মোহাম্মদ শামিও। তবে টেস্ট দলে তাকে রাখা হয়েছে।
আগামী ১০ ডিসেম্বর ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ। এছাড়াও সফরে থাকছে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচের সিরিজ।
ভারতের টি–টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), যশস্বী জয়সাওয়াল, শুভবমান গিল, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষান (উইকেটকিপার), ঋতুরাজ গায়কোয়াড়, তিলক ভার্মা, রিংকু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা (সহ–অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণয়, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, মুকেশ কুমার, মোহাম্মদ সিরাজ ও দীপক চাহার।
ভারতের ওয়ানডে দল: লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), ঋতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, তিলক ভার্মা, রজত পাতিদার, রিংকু সিং, শ্রেয়াস আইয়ার, সানজু স্যামসন (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আবেশ খান, আর্শদীপ সিং ও দীপক চাহার।
ভারতের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, যশস্বী জয়সোয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষান (উইকেটকিপার), লোকেশ রাহুল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, মুকেশ কুমার, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, যশপ্রীত বুমরা (সহ-অধিনায়ক) ও প্রসিধ কৃষ্ণা।
আরও পড়ুন: ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো যে ২০ দল
ক্রিফোস্পোর্টস/০১ডিসেম্বর২৩/এসএফ/এজে