তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি হয়েছিল টাই। এরপর দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে লঙ্কানরা জয় তুলে নিলে সিরিজ হারের শঙ্কায় পরে ভারত। আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে রোহিত শর্মার দল। যেখানে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে মাঠে নামবে ভারত।
আজ বুধবার (৭ জুলাই) শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এদিন বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে এই ম্যাচ। ১৯৯৭ সালের পর প্রথমবারের মতো দ্বীপাক্ষিক কোন ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার কাছে পরাজয়ের শঙ্কায় ভারত। এদিকে এর আগেই লঙ্কানদের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে রোহিত শর্মার দল।এর আগে চলতি সিরিজের প্রথম ম্যাচ হয়েছিল ড্র। যেখানে আগে ব্যাট করে ২৩০ রান সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে শেষ ১৫ বল হাতে থাকতেই ম্যাচে সমতা টানে ভারত। তবে এরপরই ইনিংসের শেষ দুই উইকেট পড়ে গেলে ২৩০ রানেই অলআউট হয়ে যায় তারা। এতে করে ম্যাচ হয় টাই।
এরপর সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের কাছে ৩২ রানে পরাজিত হয় ভারত। এদিন টস জিতে আগে ব্যাট করে শ্রীলঙ্কা। এই ম্যাচে সফরকারীদের ২৪১ রানের লক্ষ্য ছুড়ে দেয় লঙ্কানরা। জবাব দিতে নেমে মাত্র ২০৮ রানেই গুটিয়ে যায় রোহিত-কোহলির দল। এতে করে সিরিজ হারের শঙ্কায় সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।
সিরিজের তৃতীয় ওয়ানডেতে দুদলের সম্ভাব্য একাদশ:
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও আর্শদীপ সিং।
শ্রীলঙ্কা: পথুম নিসাঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, কুসাল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাভিক্রামা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, জেনিথ লিয়ানাগে, ডুনিথ ওয়েললাগে, আকিলা দানঞ্জয়া, অসিথা ফার্নান্দো ও জেফরি ভ্যান্ডারসে।
আরও পড়ুন: ইমরুলের পর এবার বিসিবির বিরুদ্ধে অভিযোগ আনলেন রুবেল
ক্রিফোস্পোর্টস/৭আগস্ট২৪/এফএএস