Connect with us
ক্রিকেট

আবারও দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে শিরোপা জয় ভারতের

এক বছরের ব্যবধানে আবারও ফাইনালের মঞ্চে একই দৃশ্যের অবতারণা। পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা উল্লাসে মেতেছিল ভারত। বিরাট কোহলিদের সেই উল্লাসের স্মৃতিতে নতুন স্বাদ যুক্ত করলো ভারতীয় কিশোরীরা। অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রোটিয়া কিশোরীদের হারিয়ে চ্যাম্পিয়ন ভারত।

নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন নিকি প্রসাদেরা। রবিবার ফাইনালে ৯ উইকেটে জিতল ভারতীয় দল। এই নিয়ে দ্বিতীয় বার চ্যাম্পিয়ন ভারত। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার করে ৮২ রান। জবাবে ১১.২ ওভারে ১ উইকেটে জয় নিশ্চিত করে স্মৃতি মান্দানাদের উত্তরসূরীরা।

Africa

এমন অশ্রুসিক্ত চোখে বারবার খালি হাতে ফিরতে হয়েছে আফ্রিকাকে। ছবি- আইসিসি

পুরুষদের ম্যাচটা জমজমাট হলেও প্রায় এক তরফাভাবে ফাইনাল জিতে নিল ভারতের কিশোরী দল। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ভারতের বোলিং আক্রমণে টালমাটাল হয়ে পড়ে প্রোটিয়া অনূর্ধ্ব-১৯ নারী দল। কুয়ালালামপুরের ২২ গজে প্রথম থেকেই অস্বস্তিতে ছিলেন তারা। নিয়মিত ব্যবধানে উইকেট হারানোর চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা।


আরও পড়ুন:

» পদ ছাড়লেন হান্নান সরকার, জানা গেল কারণ!

» আর এক ম্যাচ হারলেই বিপিএল থেকে ছিটকে যাবে রংপুর


দলের পক্ষে সর্বোচ্চ রান করেন ছয়ে নামা মাইকে ভ্যান ভুরস্ট। ১৮ বলে ৩টি চারে ২৩ রান করেন। এ ছাড়া দুই অঙ্কের রান পেয়েছেন ওপেনার জিমা বোথা ১৪ বলে ১৬,  কারাবো মিসো ২৬ বলে ১০ এবং ফা কলিং ২০ বলে ১৫।

ভারতের গোঙ্গাদি তৃষা ১৫ রানে ৩ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নেন পারুনিকা সিসোদিয়ার, আয়ুষী শুক্লর ও বৈষ্ণবী শর্মার। ১ উইকেট শবনম শাকিলের।

India

দ্বিতীয় আসরের শিরোপাও ঘরে তুললো ভারতের কিশোরীরা। ছবি- আইসিসি

শিরোপা জয়ের ৮৩ রান টার্গেটে ভারতের ওপেনার জি কমলীনির উইকেট হারিয়েই জয় ছিনিয়ে নেয় ভারত। অন্য ওপেনার তৃষা ৩৩ বলে ৮টি চারে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। তিনে নামা সনিকা চালকে অপরাজিত থাকেন ২২ বলে ২৬ রান করে।

এবার ছিল অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর। আগেরবারের মতো এবারও শিরোপা উঠলো ভারতের ঘরে। ২০২৩ সালের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ছিল ভারতের মেয়েরা। ২০২৭ সালের বাংলাদেশ ও নেপাল যৌথভাবে আয়োজন করবে নারীদের বয়সভিত্তিক এই টি-টোয়েন্টি বিশ্বকাপ।

ক্রিফোস্পোর্টস/২ফেব্রুয়ারি/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট