Connect with us
ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ভারতের সিরিজ জয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ভারতের সিরিজ জয়। ছবি- সংগৃহীত

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয় করলো ভারত। প্রথম দুই ম্যাচ জয়ের পর তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ালেও চতুর্থ ম্যাচে আবারো জয়ের ধারাবাহিকতায় ফিরেছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন এই দলটি। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিইয়েছে সিরিজ।  

শুক্রবার (১ ডিসেম্বর) শুরুতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। রায়পুরের শহীদ বীর নারায়ন সিং ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। ভারতের দেওয়া ১৭৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৫৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ২০ রানে সিরিজ নির্ধারণী এই ম্যাচটি জিতে নেয় ভারত।

ব্যাটিংয়ে নেমে ভারতকে দারুন শুরু এনে দেয় দুই ওপেনার যশস্বি জেসওয়াল ও রুতরাজ গায়কোয়াড়। এই দু’জনের উদ্বোধনী জুটি ভাঙ্গে ৫০ রানের মাথায়। হার্ডির শিকার হয়ে ফিরে যান জেসওয়াল। সপ্তম ওভারে দলীয় ৬২ রানের মাথায় আউট হয়ে যান নতুন ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার। তার পরের ওভারেই প্যাভিলিয়নের পথ ধরে অধিনায়ক সূর্যকুমার যাদব।

৩ উইকেট হারিয়ে ভারত যখন বিপদে তখন মাঠে আসেন এই সিরিজে দুর্দান্ত খেলা হার্ডহিটার ব্যাটসম্যান রিংকু সিং। ওপেনিংয়ে নামা গায়কোয়াড়ের সঙ্গে চতুর্থ উইকেটে ৪৮ রানের জুটি গড়েন তিনি। ৩২ রান করে গায়কোয়াড় ফিরে গেলে একাই দলের হাল ধরেন তিনি। ২৯ বলে ৪৬ রান করে শেষের দিকে এসে আউট হয়ে গেলেও দলকে ভালো পজিশনে রেখে যান তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৭৪ রান সংগ্রহ করে ভারত।

১৭৪ রানের জবাবে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেয় দুই ওপেনার ট্রাভিস হেড ও জস ফিলিপ। তবে ৪০ রানের মাথায় ফিলিপ ফিরে গেলেই বাধে বিপত্তি। তার পথ ধরে ১৬ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলা দেডও ফিরে যান। এরপরই একে একে প্যাভিলিয়নের পথ ধরেতে থাকে অস্ট্রেলিয়ান ব্যাটাররা।

মাঝে বেন ম্যাকডরমেন্ট ও টিম ডেভিডের ৩৫ রানের জুটি কিছুটা আশা জাগালেও তাদের  তাদের জুটই ভাঙ্গার পরই ভেঙ্গে যায় সে আশা। শেষের দিকে অধিনায়ক ম্যাথিও ওয়েডের ২৩ বলে ৩৬ রানের ইনিংসে ভর করে ১৫৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ২০ রানে জয় পায় ভারত।

ভারতের হয়ে ৪ ওভারে ১৬ রান খরচা করে ৩ উইকেট নেন আক্সার পেটেল। এছাড়া দিপক চাহার ২ টি এবং রবি বিশ্নোই ও আবেশ খান ১ টি করে উইকেট নেন। আর অস্ট্রেলিয়ার হয়ে বেন দ্বারশুইস ৩ টি এবং জ্যাসন বেহরেনডর্ফ ও তানভীর সাংঘা ২ টি করে উইকেট নেন।

 

আরও পড়ুন: তাইজুলের দুর্দান্ত বোলিংয়ে বড় জয়ের দ্বারপ্রান্তে টাইগাররা

ক্রিফোস্পোর্টস/০১ডিসেম্বর২৩/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট