Connect with us
ক্রিকেট

প্রোটিয়াদের উচ্ছ্বাস থামিয়ে সিরিজ জিতল ভারত

IND vs Sa
ব্যাটে-বলে সমানভাবে লড়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ছবি- ক্রিকইনফো

সিরিজ নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল ভারত। প্রথম দুই ম্যাচে সমান একটি করে ম্যাচ জিতেছে দুই দল। তাই শেষ ম্যাচ ছিল উভয় দলের জন্য একপ্রকার অঘোষিত ফাইনাল। সেই ম্যাচে প্রোটিয়াদের ৭৮ রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত।

বৃহস্পতিবার ২১ ডিসেম্বর পার্লে টস হেরে আগে ব্যাট করে ভারত। নির্ধারিত ৫০ ওভার ব্যাটিং করে ২৯৬ রান সংগ্রহ করে সফরকারীরা। এই ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ১০৮ রান করেন সাঞ্জু স্যামসন। নিজের ওয়ানডে ক্যারিয়ারের এটি তার প্রথম সেঞ্চুরি। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান করেন তিলক ভর্মা।

বড় লক্ষ্য তারা করতে নেমে শুরুটা ভালোই করেছিল স্বাগতিকরা। নবম ওভারে ৫৯ রানের জুটি ভাঙ্গে রেজা হেন্ড্রিক্স আউট হলে। দ্রুত দ্বিতীয় উইকেট পড়লে এইডেন মার্করামের সাথে ইনিংস মেরামতের কাজ করেন ওপেনার টনি ডি জর্জি। ব্যক্তিগত ৩৬ রানে মার্করাম বিদায় নিলে ভাঙ্গে ৬৫ রানের জুটি। এর কিছুক্ষণ পর ৮১ রান করে সাজঘরে ফেরেন জর্জি।

১৬১ রানে চতুর্থ উইকেটের পর নিয়মিত উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা। শুরুটা ভালো করলেও মিডেল অর্ডারের ব্যর্থতায় পথ হারায় দক্ষিণ আফ্রিকা। ৪৬ তম ওভারের পঞ্চম বলে ২১২ রান করতেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। এতে করে তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নেয় ভারত।

এর আগে ম্যাচে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি। ৫০ রানের মাঝেই ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটও পড়ে যায় ১০১ রানের মধ্যেই। এরপর তিলক ভার্মা ও সাঞ্জু স্যামসনের শত রানের জুটিতে ম্যাচে ফেরে ভারত। স্যামসন খেলেন ক্যারিয়ার সেরা ১১৪ বলে ১০৮ রানের ইনিংস।

শেষদিকে রিংকু সিংয়ের ৩৮ রানের ক্যামিওতে ভর করে প্রতিপক্ষকে বড় লক্ষ্য ছুড়ে দেয় তারা। যা যথেষ্ট ছিল ভারতের সিরিজ জয়ের ক্ষেত্রে। সিরিজের প্রথম দুই ম্যাচে দুই দলই একটি করে সমান ৮ উইকেটের জয় পেয়েছিল। শেষ ম্যাচে স্বাগতিকদের হারিয়ে সিরিজ জয় করলো ভারত।

আরও পড়ুন: বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজে উইলিয়ামসনকে বাদ দিল নিউজিল্যান্ড

ক্রিফোস্পোর্টস/২২ডিসেম্বর২৩/এসএফ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট