এশিয়া কাপের তৃতীয় ম্যাচ মাঠে গড়িয়েছে। সবচেয়ে হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ম্যাচের আগে টস জিতেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিং বেছে নিয়েছেন তিনি। ফলে শুরুতে ফিল্ডিং করছে পাকিস্তান।
‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে লড়ছে বাবর-রোহিতরা।। এর আগে গ্রুপের প্রথম ম্যাচে নেপালকে ২৩৮ রানে হারিয়ে ছিল পাকিস্তান। আগের একাদশই নামাচ্ছে পাকিস্তান। ভারতীয় দলও শক্তিশালী একাদশ নামাচ্ছে।
ভারত একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, ঈষান কিষান, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদ্বীপ যাদব, জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (ক্যাপ্টেন), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, শাহীন আফ্রিদি ও হারিস রউফ।
আরও পড়ুন: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে
ক্রিফোস্পোর্টস/১সেপ্টেম্বর২৩/এজে