ব্যাট হাতে তুলে নিচ্ছেন একের পর এক সেঞ্চুরি। যেন থামার কোনো লক্ষণই নেই। তবে শুধু সেঞ্চুরি করেই ক্ষ্যান্ত হচ্ছেন না, থেকে যাচ্ছেন অপরাজিতও। তবে টানা ৪ ম্যাচে সেঞ্চুরিসহ অপরাজিত থাকার রেকর্ড ভাঙল পঞ্চম ম্যাচে এসে। শেষ ম্যাচে আউট হলেও পুরো সিরিজে দুর্দান্ত খেলে বিশ্বরেকর্ড গড়ছেন ভারতীয় ব্যাটার করুন নায়ার।
চলমান বিজয় হাজরা ট্রফিতে ৫০ ওভারের ফরম্যাটের স্বীকৃত ক্রিকেটে অপরাজিত থেকে সর্বাধিক রান করার রেকর্ড এখন এই ভারতীয় ব্যাটারের দখলে। টানা চার ম্যাচে সেঞ্চুরি করার পর গতকাল শেষ ম্যাচে আউট হয়েছেন তিনি। এতে করে পাঁচ ম্যাচে চার সেঞ্চুরিতে ৫৪২ রান করেছেন নায়ার। যা লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ।
এই বিশ্বরেকর্ড গড়ার শুরুটা হয়েছিল ২০২৪ সালের ২৩ ডিসেম্বর। সেদিন জম্মু কাশ্মীরের বিপক্ষে প্রথম ম্যাচে ১১২ রানের অপরাজিত এক ইনিংস খেলেন ভারতীয় এই ব্যাটার। এরপর দ্বিতীয় ম্যাচে ছত্তিশগড়ের ৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অপরাজিত ৪৪ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি। তৃতীয় ম্যাচে চন্ডীগড়ের বিপক্ষে ক্যারিয়ার সর্বোচ্চ ১৬৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন নায়ার। এতে করে ৪৮ ওভারেই ৩১৬ রান তাড়া করে জয় তুলে নেয় তার দল বিদর্ভ।
আরও পড়ুন:
» বিপিএল-২০২৫ : প্রথম পর্ব শেষে কার অবস্থান কোথায়
» জাতীয় দলে ফিরবেন না তামিম, আফ্রিদিকে জানালেন নিজেই
এছাড়া ২০২৪ সালের ৩১ ডিসেম্বরে চতুর্থ ম্যাচে তামিলনাড়ুর বিপক্ষে আরও একটি দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটার। এদিন তিনি খেলেন ১১১ রানের ইনিংস। এরপর ২০২৫ সালের প্রথম ম্যাচে এবং আসরের পঞ্চম ম্যাচে উত্তর প্রদেশের হয়ে ১১২ রানের অসাধারণ এক ইনিংস খেলেন বিদর্ভের এই ব্যাটার। যদিও টানা চার ম্যাচ অপরাজিত থাকার পর এই ম্যাচে আউট হওয়ার স্বাদ পান তিনি। তবে আউট হওয়ার আগেই গড়ে ফেলেছেন বিশ্বরেকর্ড।
করুন নায়ারের আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে অপরাজিত থেকে সর্বাধিক রানের এই রেকর্ডের মালিক ছিলেন নিউজিল্যান্ডের জেমস ফ্রাঙ্কলিন। ২০১০ সালে এই কিউই ব্যাটার করেন ৫২৭ রান। এরপরের স্থান গুলোতে রয়েছেন জার্মানির জসুয়া ফন হেরডেন। করেছেন ৫১২ রান। এছাড়া রয়েছেন পাকিস্তানের দুই ব্যাটার ফখর জামান ও তৌফিক ওমর। তাঁদের রান যথাক্রমে ৪৫৫ ও ৪২২।
প্রসঙ্গত, ঘরোয়া লিগগুলোতে ধারাবাহিকতা বজায় রাখলেও জাতীয় দলের দরজা নায়ারের জন্য হয়ে পড়েছে বেশ কঠিন। ভারতীয় দলের জার্সিতে ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ৩০৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন নায়ার। যদিও পরের ম্যাচেই অজিঙ্কা রাহানের কাছে জায়গা হারাতে হয় তাঁকে। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ৬টি টেস্ট ও ২টি ওয়ানডে খেলেছেন এই ব্যাটার।
ক্রিফোস্পোর্টস/৪জানুয়ারি২৫/এসআর/বিটি