Connect with us
ক্রিকেট

দুই সেঞ্চুরিতেই র‍্যাঙ্কিংয়ে ভারতীয় ব্যাটারের অবিশ্বাস্য উন্নতি

Indian batsman's incredible rise in rankings with two centuries
দক্ষিণ আফ্রিকা সিরিজের ভালো খেলে র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন তিলাক-সঞ্জুরা। ছবি- সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। এই সিরিজে বেশ দাপট দেখিয়েছে সফরকারীরা। বিশেষ করে ভারতের ব্যাটারদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। সিরিজে মোট ৪টি সেঞ্চুরি হয়েছে যার সবগুলোই করেছেন ভারতীয় ব্যাটাররা।

এর মধ্যে দুটো সেঞ্চুরি করেছেন ভারতের তরুণ ব্যাটার তিলাক ভার্মা। সবমিলিয়ে এই সিরিজের চার ইনিংসে ১৪০ গড় ও ১৯৮.৫৮ স্ট্রাইক রেটে ২৮০ রান করেছেন এই তিনি। আর তাতেই র‍্যাঙ্কিংয়ে অবিশ্বাস্য উন্নতি করেছেন এই টপ অর্ডার ব্যাটার।

আজ বুধবার (২০ নভেম্বর) হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় এক বিশাল লাফে ৬৯ ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছে তিলাক। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৮০৬।

Tilak Verma

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ ব্যাট করেছেন তিলাক ভার্মা। ছবি- ক্রিকইনফো

আরও পড়ুন:

» মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনা জানালেন বাশার

» কষ্টের জয় দিয়ে বছর শেষ করলো আর্জেন্টিনা

এই সিরিজের বাকি দুটি সেঞ্চুরি করেছেন ওপেনার সঞ্জু স্যামসন। তিনিও র‍্যাঙ্কিংয়ে বেশ উন্নতি করেছেন। ১৭ ধাপ এগিয়ে ২২ নম্বরে উঠে এসেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। দক্ষিণ আফ্রিকা সিরিজে দুই সেঞ্চুরিসহ ২১৬ রান করেছিলেন তিনি।

এছাড়া টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় বড় উন্নতির মুখ দেখেছেন ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ। ১৬ ধাপ এগিয়ে ২১ নম্বরে উঠে এসেছেন এই ক্যারিবিয়ান ব্যাটার। এছাড়া অজি অলরাউন্ডার মার্কা স্টয়নিস ১০ ধাপ এগিয়ে ৪৫ নম্বরে উঠে এসেছেন।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দুইয়ে কোনো পরিবর্তন আসেনি। বরাবরের মতোই শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনার ট্রাভিস হেড। তার রেটিং পয়েন্ট ৮৫৫। দুইয়ে অবস্থান করছেন ইংলিশ ওপেনার ফিল সল্ট। এই তারকা ব্যাটারের রেটিং পয়েন্ট ৮২৮। এছাড়া একধাপ করে পিছিয়ে চার থেকে নয়ে যথাক্রমে আছেন সূর্যকুমার যাদব, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, জস বাটলার, যশস্বী জয়সওয়াল ও পাথুম নিসাঙ্কা।

ক্রিফোস্পোর্টস/২০নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট