
আইপিএলের ধারাভাষ্য প্যানেলে না থাকায় শুরুতে কেবল অনুমান চলছিল। তবে ধীরে ধীরে বেরিয়ে আসছে আসল কারণ। ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার ইরফান পাঠানকে বাদ দেওয়া হয়েছে কিছু ক্রিকেটারের অভিযোগের ভিত্তিতে। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, তার বিরুদ্ধে নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে নিয়ে পক্ষপাতমূলক মন্তব্যের অভিযোগ উঠেছে।
গত শুক্রবার আইপিএলের ২০২৫ আসরের ধারাভাষ্যকার তালিকা প্রকাশ করে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। ভারতীয় ও বিদেশি মিলিয়ে ৫০ জনের বেশি ধারাভাষ্যকারের নাম থাকলেও সেখানে পাঠানের নাম ছিল না। শুরুতে বিষয়টি নিয়ে আলোচনা হলেও পরে ‘মাইখেল’-এর এক প্রতিবেদনে জানানো হয়, কয়েকজন ক্রিকেটার তার বিরুদ্ধে অভিযোগ করেছেন, যার জেরে বোর্ড তাকে বাদ দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ধারাভাষ্যের সময় পাঠান ব্যক্তিগত মতামত বেশি টেনে আনেন। বিশেষ করে অস্ট্রেলিয়া সফরে এক ক্রিকেটারকে নিয়ে করা তার সমালোচনা ভালোভাবে নেননি সেই তারকা। এরপর সেই ক্রিকেটার নাকি পাঠানকে ফোনে ব্লকও করে দিয়েছেন।
আরও পড়ুন:
» আইপিএলে অনন্য নজির গড়ে বিশেষ সম্মাননা পেলেন কোহলি
» সেমির আগেই বিদায়ের শঙ্কায় দুই চ্যাম্পিয়ন পর্তুগাল ও ফ্রান্স
বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক ও আইপিএল ম্যাচ চলাকালে পাঠানের কিছু আচরণ বোর্ডের কাছে অস্বস্তিকর মনে হয়েছে। কর্মকর্তারা মনে করছেন, ‘গত দুই বছর ধরে নির্দিষ্ট কিছু খেলোয়াড়ের বিরুদ্ধে ব্যক্তিগত এজেন্ডা চালাচ্ছেন তিনি, যা ভালোভাবে নেয়নি বিসিসিআই।’
এর আগে ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে ও সঞ্জয় মাঞ্জরেকারও একইভাবে বাদ পড়েছিলেন। ২০২০ সালে রবীন্দ্র জাদেজাকে ‘ছোট ক্রিকেটার’ বলার পর সমালোচনার মুখে পড়েন মাঞ্জরেকার, যার ফলে ধারাভাষ্য প্যানেল থেকে তার নাম কেটে দেয় বোর্ড। ২০১৬ সালে হার্শা ভোগলেকেও কোনো ব্যাখ্যা ছাড়াই আইপিএল ধারাভাষ্য থেকে বাদ দেওয়া হয়েছিল।
এ ঘটনার পর ইরফান পাঠান এখনো কোনো মন্তব্য করেননি। তবে ধারাভাষ্য ক্যারিয়ারে এটি যে বড় ধাক্কা, তা বলাই যায়।
ক্রিফোস্পোর্টস/২৩মার্চ২৫/এফএএস
