অবশেষে আটক হলেন ঋষভ পন্তের সঙ্গে জালিয়াতি করা সেই মৃণাঙ্ক সিং। ভারতীয় এই উইকেটরক্ষকের সঙ্গে জালিয়াতিসহ অন্যান্য বিলাসবহুল হোটেলে থেকে সেখানকার বিল পরিশোধ না করার মতো একাধিক অভিযোগ রয়েছে মৃণাঙ্কের বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।
ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, ঘড়ি কেনার নামে ঋষভ পন্তের সাথে আর্থিকভাবে জালিয়াতি করেন অভিযুক্ত মৃণাঙ্ক। তিনি ঋষভকে জানিয়েছিলেন, তিনি গয়না এবং দামি ঘড়ি বেচা-কেনার কাজ করে থাকেন। তাই তাকে বিশ্বাস করে ঋষভও তার দামি একটি ঘড়ি মৃণাঙ্কের কাছে বিক্রি করে দেন। এর বিনিময়ে ১.৬ কোটি রুপির একটি চেক দেয়া হয় ঋষভকে। তবেসেই একাউন্টে টাকা না থাকায় কোনো টাকাই তুলতে পারেননি জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
দিল্লি পুলিশ জানায়, ২৫ বছরের মৃণাঙ্ক সিং নিজেকে আইপিএলের সাবেক ক্রিকেটার দাবি করেন এর বিভিন্ন ফায়দা নিতেন। এই ইমেজ ব্যবহাট করে বিলাসবহুল জীবন কাটাতেন। নামিদামি হোটেলে মডেলদের সঙ্গে পার্টি করে বেড়াতেন এবং সে সবের ফটো সামাজিক মাধ্যমে শেয়ার করে অন্য নারীদেরও আকৃষ্ট করতেন। বান্ধবীদের নিয়ে দেশ-বিদেশ ভ্রমণও তার জন্য ছিল নিয়মিত ঘটনা। সেরকমই দিল্লি থেকে হংকংয়ের বিমান ধরার পথেই দিল্লির পুলিশের কাছে আটক হন তিনি।
দিল্লির অতিরিক্ত ডিসিপি রবিকান্ত কুমার জানান, গত বছর তাজ প্যালেস হোটেলে এক সপ্তাহ থেকে সেখানকার বিল না দিয়েই সে চলে গিয়েছিল। এক সপ্তাহে সেখানে তার বিল হয়েছিল ৫.৬ লক্ষ রুপি। হোটেল কর্তৃপক্ষকে মৃণাঙ্ক জানিয়েছিল, সে আইপিএলে খেলা নামি একজন ক্রিকেটার। হোটেল ছাড়ার সময় সে বলেছিল, আমেরিকার একটি সংস্থা তার স্পন্সর। তারাই ওর বিল মিটিয়ে দেবে। হোটেল কর্তৃপক্ষকে নিজের ভুয়া ব্যাংক একাউন্ট এবং কার্ডের তথ্যও দিয়ে এসেছিল সে।
দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পর রাজস্থান থেকে এমবিএ করেন মৃণাঙ্ক সিং। হরিয়ানা রাজ্যের হয়ে ২০২১ সালে রঞ্জি ট্রফিতে খেলেছেন তিনি। এছাড়াও ২০১৪-২০১৮ সাল পর্যন্ত তিনি মুম্বাই ইন্ডিয়ান্স দলের সদস্য ছিলেন বলেও দাবি করেন।
আরও পড়ুন: ধোনির তৈরি হতে এখন ১ ঘণ্টা ১০ মিনিট সময় কেন লাগে?
ক্রিফোস্পোর্টস/২৮ডিসেম্বর২৩/এমএস/এমটি