রাজ্য পর্যায়ের ক্রিকেটে ঝড় তোলা ভারতীয় এক ক্রিকেটার আসিফ হোসেন। অল্প বয়সেই থেমে গেছে তার জীবনের পথচলা। মর্মান্তিক এক দুর্ঘটনায় নিভে গেছে তার জীবনপ্রদীপ। তার মৃত্যুতে শোকগ্রস্থ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ক্রীড়াঙ্গন।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মৃত্যকালে আসিফের বয়স হয়েছিল মাত্র ২৮। সুস্থ আসিফ গত সোমবার বাড়ির সিড়ি থেকে হঠাৎ পড়ে যান। ওই সময় তার মাথায় গুরুতর আঘাত লাগে। আহত অবস্থা হাসপাতালে নেয়া হলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকর।
আরও পড়ুন
» চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচেই বার্সার গোল উৎসব
» নিজে থেকেই অধিনায়কত্ব ছেড়ে দিলেন বাবর, নতুন খোঁজে পাকিস্তান
এর আগে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে ক্যামিও ইনিংস খেলে আলোচনায় এসেছিলেন আসিফ। এক ম্যাচে প্রায় সেঞ্চুরি করতে করতে ৯৯ রানের ইনিংস খেলে প্রশংসা কুড়িয়েছিলেন। এরপর একাধিক রাজ্যের হয়ে খেলেছেন তিনি। অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্সের হয়ে একটি ম্যাচে ৫৭ বলে ৯৯ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন।
পশ্চিমবাংলা ঘরোয়া ক্রিকেট নিয়মিত খেলতেন আসিফ। ছোট দুর্ঘটনায় থেমে গেল তার জীবনের যাত্রা।
ক্রিফোস্পোর্টস/০২অক্টোবর২৪/এজে