ওমানের মাসকাটে অ্যামেচার লিগের ম্যাচ খেলতে খেলতে মাঠেই মৃত্যু হলো এক ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটারের। শুক্রবার সাল ফাইটার্স মিসফার হয়ে খেলার সময় মারা যান ধনেশ ভাজাপ্পিলাথ মাধবন। মাঠের মধ্যে মাথা ঘুরে পড়ে যাওয়ার পর চিকিৎসকের কাছে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।
এই ঘটনার পর সাল ফাইটার্স দলের অধিনায়ক শ্রীজেশ বলেছেন, ‘শারীরিকভাবে দারুণ ফিট খেলোয়াড় ছিলেন ধনেশ। আমাদের দলের মধ্যে অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন তিনি। গেল দু’বছর যাবত প্রতি শুক্রবারে এই ম্যাচ খেলত সে। আমরা সাধারণত টেনিস বলে ১৬ ওভারের একটি ম্যাচ খেলে থাকি।’
ধনেশ মাধবনের মৃত্যুর ঘটনায় তিনি আরও বলেন, ‘সেদিন ম্যাচে ব্যাট এবং বল দুটোই করেছিল সে। মাঠে নিজের পজিশন নেওয়ার পরই হঠাৎ করে জ্ঞান হারিয়ে পড়ে যায়। ভেবেছিলাম মাথা ঘুরে পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ডাক্তারেরা ওকে মৃত বলে ঘোষণা করেন।
এর আগেও ক্রিকেটে অসংখ্যবার খেলার মাঠে ক্রিকেটারের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই লিগেই মহম্মদ জাফর নামক এক ক্রিকেটারের একই ভাবে মৃত্যু হয়েছিল। ভারতের আহমেদাবাদেও গত ২৫ ফেব্রুয়ারি খেলার সময় বসন্ত রাঠৌর নামক এক ক্রিকেটার হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন।
আরও পড়ুন: টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিউজিল্যান্ডের
ক্রিফোস্পোর্টস/১৭ডিসেম্বর২৩/এসএফ/এজে