Connect with us
ক্রিকেট

মাঠে লুটিয়ে পড়ে না ফেরার দেশে ভারতীয় ক্রিকেটার

Imran Patel Indian cricketer died in field
ভারতীয় ক্রিকেটার ইমরান পাটেলের মৃত্যু। ছবি- সংগৃহীত

ষষ্ঠ ওভারের শেষ দুই বলে পরপর চার হাকান লাকি বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার দলের অধিনায়ক ইমরান প্যাটেল। মহারাষ্ট্রের অরঙ্গাবাদের গারওয়ার স্টেডিয়ামে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ এএস ট্রফির ম্যাচ চলছিল এটি। ওপেনিংয়ে দারুন শুরু করা ইমরান খুব দ্রুতই না ফেরার দেশে চলে যাবেন, তা হয়তো ভাবতে পারেননি কেউ।

গতকাল বুধবার ইয়ং একাদশের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নামে ইমরানের দল। ওপেনিংয়ে উড়ন্ত শুরুর পর প্রথম ৬ ওভারে দলের স্কোরবোর্ডে যোগ হয় ৪৫ রান। ইমরানের টানা দুই বাউন্ডারির পর সতীর্থরা মাঠের বাইরে যখন বেশ আনন্দিত ছিল, তখন হঠাৎ মাঠের ভেতর অসুস্থ অনুভব করতে থাকেন তিনি।

এক পর্যায়ে ঘাড় এবং হাতে ব্যথা শুরু হওয়ায় আম্পায়ারের কাছে গিয়ে মাঠের বাইরে যাওয়ার অনুমতি চান ইমরান। তার অসুস্থতার কথা মাথায় রেখে মাঠের বাইরে যাওয়ার অনুমতি দেয় আম্পায়ার। পাশাপাশি তাৎক্ষণিকভাবে চিকিৎসকের পরামর্শ নেয়ার তাগিদ দেয়া হয় তাকে। আর তাই নিজে হেঁটেই মাঠ ছেড়ে চলে যাচ্ছিলেন ইমরান।

আরও পড়ুন:

» মেসিকে টপকে ডি মারিয়া ছুটছেন রোনালদোর রেকর্ডের পেছনে

» রোনালদোর আল-নাসরের ম্যাচসহ আজকের খেলা (২৯ নভেম্বর ২৪)

তবে শেষ পর্যন্ত আর মাঠ ছাড়ার সুযোগ পাননি তিনি। বাউন্ডারির কাছে গিয়েই লুটিয়ে পড়েন মাঠে। এ সময় উভয় দলের ক্রিকেটাররা ছুটে আসেন তার কাছে। প্রাথমিকভাবে সুস্থতার কোন লক্ষণ না দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইমরানকে। কিন্তু শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি। সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান এই ভারতীয় ক্রিকেটার।

ঔরঙ্গাবাদ জেলার ছত্রপতি সম্ভাজিনগরের বাসিন্দা ছিলেন ইমরান। সেই অঞ্চলের উদীয়মান ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হচ্ছিল তাকে। তার এমন বিদায়ের পর স্থগিত হয়ে যায় সেই ম্যাচটি। এতে করে স্কোরবোর্ডে তার নামের পাশে এখনো লেখা রয়েছে ১৮ বলে ৩ চারে অপরাজিত ২২ রান। এই স্কোরটাই যেন হয়ে থাকবে ইমরানের শেষ স্মৃতি।

ক্রিফোস্পোর্টস/২৯নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট