Connect with us
ফুটবল

‘হাজার বছরেও উন্নতি হবে না ভারতের ফুটবলে’

Indian football team
ভারতীয় ফুটবল দল। ছবি- সংগৃহীত

ভারতের ফুটবল কাঠামো ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক ভাইচুং ভুটিয়া। তার মতে, এই ধরণের পরিকল্পনা আর অব্যবস্থাপনা চলতে থাকলে আগামী এক হাজার বছরেও ভারতের ফুটবলে কোনো উল্লেখযোগ্য উন্নতি হবে না।

‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া এক সাক্ষাৎকারে ভাইচুং বলেন, ‘ভিশন ২০৪৭ খাতায়-কলমে আছে। কল্যাণ চৌবে এটা শুধু নথিতেই রেখেছে। এমন চলতে থাকলে ২০৪৭ নয়, ৩০৪৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। শুধু কথায় কাজ হবে না, ফুটবলের উন্নতির জন্য বাস্তব পদক্ষেপ নিতে হবে।’

দেশের ফুটবলের বর্তমান অবস্থায় গভীর হতাশা প্রকাশ করেন সাবেক এই তারকা। তিনি জানান, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে তিনি কাছ থেকে দেখেছেন কতটা পরিকল্পনাহীনভাবে ফুটবল পরিচালিত হচ্ছে। ‘এখানে যারা সিদ্ধান্ত নেয়, তাদের পরিকল্পনা শুনলে সত্যি ভয় লাগে। আমাদের এমন লোক দরকার যারা কাজের প্রতি দায়বদ্ধ,’ বলেন ভাইচুং।

আরও পড়ুন:

» বড় জয়ে রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়াল বার্সেলোনা

» ইতিহাসের ব্যয়বহুল অলিম্পিক আয়োজন করতে চায় ভারত

ভারতের ফুটবলের মূল সমস্যার শেকড় তৃণমূল স্তরেই রয়েছে বলে মনে করেন তিনি। ছোটদের ফুটবল উন্নয়নে প্রয়োজন ধারাবাহিক কাজ, কিন্তু বাস্তবে তা হয় না। ‘চাপ তৈরি হলে রাজ্যগুলো অনূর্ধ্ব-১৩ ও অনূর্ধ্ব-১৫ ফুটবলারদের নিয়ে ১৫-২০ দিনের একটা কার্যক্রম চালায়। কিন্তু ১১ মাস তারা কী করে? কোথায় যায়? কিছুই করে না। অথচ এভাবেই পরিসংখ্যান দেখিয়ে একে অপরের পিঠ চাপড়ানো হয়। এতে কি ফুটবলের উন্নতি সম্ভব?’

ভারতীয় ফুটবলারদের বিদেশে খেলার জন্য উৎসাহিত করছেন ভাইচুং। তিনি নিজেও ইউরোপে খেলেছেন এবং মনে করেন, বিদেশে খেললে ভারতীয় ফুটবলারদের মান বাড়বে। ‘এখানে খেলতে অভ্যস্ত হয়ে গেছে ফুটবলাররা, তুলনামূলক ভালো পারিশ্রমিকও পাচ্ছে। কিন্তু নিজেদের উন্নতির জন্য বিদেশে যেতে হবে, সেখানে গিয়ে শিখতে হবে। আমাদের তরুণদের এই প্রচেষ্টা চালাতে হবে,’ বলেন ভাইচুং।

ভারতের ফুটবলের বর্তমান কাঠামো ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বারবার আলোচনা হলেও বাস্তবে তার প্রতিফলন খুব কমই দেখা যায়। সাবেক অধিনায়কের এমন কঠোর সমালোচনা দেশটির ফুটবল কর্তৃপক্ষকে নতুন করে ভাবাবে কিনা, সেটিই এখন দেখার বিষয়।

ক্রিফোস্পোর্টস/২৮মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল