Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ২৮৩

India's 283 against South Africa in T20Is
৮৬ বলে ২১০ রানের অপরাজিত জুটি গড়েছেন স্যামসন ও তিলাক। ছবি- সংগৃহীত

গত অক্টোবরে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ২৯৭ রান করেছিল ভারত। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ২৮৩ রান করেছে ভারত। দেশের বাইরে টি-টোয়েন্টিতে এটাই ভারতের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

শুক্রবার (১৫ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে ভারত। জোহানেসবার্গে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ২৮৩ রান সংগ্রহ করেছে ভারত। দলের হয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন সঞ্জু স্যামসন ও তিলাক ভার্মা।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় ভারত। সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা উদ্বোধনী জুটিতে ৭৩ রান যোগ করেন। অভিষেক ১৮ বলে ৩৬ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে ফিরে যান।

আরও পড়ুন:

» ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছেন আফগানিস্তানের মেয়েরা

» আইপিএল নিলামের শর্টলিস্ট প্রকাশ, বাংলাদেশ থেকে আছেন যারা 

এক ওপেনারের বিদায়ের পর তিলাক ভার্মাকে সঙ্গে নিয়ে এগিয়ে যান স্যামসন। দু-প্রান্ত থেকেই প্রোটিয়া বোলারদের ওপর চড়া হন তারা। দ্বিতীয় উইকেটে মাত্র ৮৬ বলে ২১০ রানের রেকর্ড জুটি গড়েন তারা। ভারতের হয়ে টি-টোয়েন্টিতে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি এটি।

ব্যাট হাতে ৫৬ বলে ১০৯ রান করে অপরাজিত ছিলেন স্যামসন। ছয়টি চার ও নয়টি ছয়ের মারের দুর্দান্ত এই ইনিংসটি সাজিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। এছাড়া এই সিরিজে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।

অন্যপ্রান্তে ৪৭ বলে ১২০ রান করে অপরাজিত ছিলেন তিলাক ভার্মা। ৯ চার ও ১০ ছয়ের মারের বিধ্বংসী এই ইনিংসটি সাজিয়েছেন তিনি। গত ম্যাচেও সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে সবাই বেশ খরুচে ছিলেন। একমাত্র উইকেটটি শিকার করেছেন পেসার লুথো সিপামলা।

ক্রিফোস্পোর্টস/১৫নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট