Connect with us
ক্রিকেট

চেন্নাই টেস্টে পাল্টে গেলো ভারতের ৯১ বছরের পরিসংখ্যান

Team India
ভারতের জয় উদযাপনের মুহূর্ত। ছবি - সংগৃহীত

চেন্নাই টেস্টের ভাগ্য অনেকটাই ভারতের পক্ষে কথা বলবে সেটা অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিলো দ্বিতীয় দিন শেষে। প্রথম ইনিংসে ৩৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১৪৯ রানে। ফলে ভারতের লিড দাঁড়ায় ২২৭ রানে।

২২৭ রানের লিড নিয়ে বাংলাদেশকে রান পাহাড়ে ঢেকে দিতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। দ্বিতীয় ইনিংসে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা। ফলে ভারতের মোট সংগ্রহ দাঁড়ায় ৫১৪ রান যেখানে বাংলাদেশের লক্ষ্য ৫১৫। পাহাড়সম রানে চাপা পড়া বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়া ভারতের জন্য এখন সময়ের ব্যাপার।

এদিকে ৯১ বছরের ইতিহাসে এই জয় ভারতের জন্য এক সুখকর মুহুর্ত। যেখানে এম এ চিদাম্বারাম স্টেডিয়ামে ২০ টেস্ট এবং ৪২ বছর পর অধিনায়ক হিসেবে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলার কাপ্তান নাজমুল হোসেন শান্ত। কারণ হিসেবে তিনি জানান, উইকেটের আদ্রতা পেসারদের সুবিধা দিবে। স্বাগতিক ক্যাপ্টেনের কাছে একই প্রশ্নে একমত পোষণ করে জানান, তাঁদেরও প্রথম পছন্দ ছিলো আগে বোলিং করা।

বোলিংয়ের শুরুতেই ভারতীয় ব্যাটিং লাইন আপকে বিপর্যস্ত করলেও ম্যাচের মোড় ঘোরাতে ব্যর্থ হয় টিম টাইগার। প্রথমবারের মতো টস হেরে ব্যাটিংয়ে নেমে নিজেদের মাটিতে জয় পায় ভারত। যেটার স্বাদ ভারতকে উপহার দিলো বাংলাদেশ।

এদিকে ১৯৩৩ সাল থেকে নিজেদের মাটিতে টেস্ট খেলে আসছে টিম ইন্ডিয়া যার সূচনা হয়েছিল বোম্বাইয়ের জিমখানা স্টেডিয়ামে ইংল্যান্ডকে দিয়ে। যেখানে ১৪১ টেস্টে টস ভাগ্য জিতেছে প্রতিপক্ষ দল। আর ১৪১ টেস্টের ৯টিতে প্রতিপক্ষ দল ভারতকে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণের সাহস দেখিয়েছেন। এই ৯ ম্যাচের মাত্র ১টি জয় আসলো বাংলাদেশের বিপক্ষে। বাকি ৮ টেস্টের ৬ টি ম্যাচ হয় ড্র এবং ২টি ম্যাচে হারে ভারত।

ভারতের মাটিতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠানোর প্রথম সাহস দেখান টিম অস্ট্রেলিয়া। ১৯৬৯ সালের সেই কলকাতা টেস্টে অবশ্য জয়ও পেয়েছিলো অজিরা। পরবর্তীতে ১৯৮২ সালে চেন্নাই টেস্টে সফরকারী ইংল্যান্ড টিম টস জিতে আগে ব্যাটিংয়ে পাঠায় ভারতকে। সেই ম্যাচটি হয়েছিলো ড্র। ২০০১ সালে মুম্বাই টেস্টে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে জয় তুলে নেয় অজিরা।

বাংলাদেশ – ভারত টেস্টের আগে ভারতকে সর্বশেষ ব্যাটিংয়ে পাঠানোর নজির দেখিয়েছিলো শ্রীলঙ্কা। ২০১৭ সালের সেই কলকাতা টেস্ট হয়েছিলো ড্র।আর ২০২৪ সালে এসে প্রথম অধিনায়ক হিসেবে পেলেন হারের লজ্জা।

আর পড়ুন : মিরপুর স্টেডিয়ামে হঠাৎ কেন সেনাবাহিনীর মহড়া?

ক্রিফোস্পোটর্স/২২সেপ্টেম্বর২৪/এসআর

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট