৪২ বছরের টেস্ট ইতিহাসে চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে যা করেননি আর কোন দলের অধিনায়ক, এবার তাই যেন করে বসলেন নাজমুল হোসেন শান্ত। টস জিতে নিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। শুরুর দিকে তার এমন সিদ্ধান্ত কিছুটা প্রশ্ন জাগালেও ম্যাচের প্রথম এক ঘন্টায় সেটিকে সঠিক প্রমাণ করলেন টাইগার বোলাররা।
এদিন ম্যাচের শুরু থেকে ভারতীয় ব্যাটারদের চাপে ফেলেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। বিশেষ করে হাসান মাহমুদের বোলিং তোপে দিশেহারা হয়ে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। দিনের প্রথম ১০ ওভারেই মাত্র ৩৪ রান তুলতে ৩ উইকেট হারিয়ে ফেলে ভারত।
প্রতিপক্ষের সবগুলো উইকেটই একা শিকার করেছেন হাসান মাহমুদ। রোহিত শর্মা, শুভমান গিল ও বিরাট কোহলির মতো বাঘা সব ক্রিকেটারদের সাজঘরে ফিরিয়েছেন এই টাইগার পেসার।
ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলে হাসান মাহমুদের অফ-স্টাম্পের বাইরে করা ডেলিভারিতে কাট করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত শর্মা। এরপর গিল ও কোহলিকেও উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন এই পেসার।
ধারাবাহিক উইকেট হারানোর পর ওপেনার যশস্বী জয়সওয়ালকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা চালাচ্ছেন ঋশভ পান্থ। রিপোর্ট করা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৫ রান। জয়সওয়াল ২৮ ও পান্থ ১৯ রানে অপরাজিত আছেন উইকেটে।
আরও পড়ুন: প্রথমবারের মতো প্রোটিয়াদের হারিয়ে ইতিহাস গড়ল আফগানিস্তান
ক্রিফোস্পোর্টস/১৯সেপ্টেম্বর২৪/এফএএস