Connect with us
ক্রিকেট

ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়কই ফাইনালে আমন্ত্রণ পেলেন না

ICC ODI world cup 2023
কাপিল দেব। ছবি- সংগৃহীত

২০২৩ বিশ্বকাপের ফাইনাল ঘিরে আজ যেন তারার হাট বসেছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গ্যালারিতে। কারা কারা উপস্থিত আছেন এর থেকে যেন কারা উপস্থিত নেই সেটাই বের করা সহজতর। তবে এর মধ্যে চমকানোর মত একটি ঘটনা ঘটে গেছে। ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আমন্ত্রণ জানানো হয়নি ভারতকে প্রথম বিশ্বকাপ জেতানো অধিনায়ক কপিল দেবকে।

ভারত আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিতি পেয়েছে যার হাত ধরে সেই কপিল দেবকেই ফাইনাল ম্যাচ দেখতে আমন্ত্রণ জানায়নি আইসিসি বা বিসিসিআই কোন তরফই। ফলে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচেও স্টেডিয়ামে দেখা মিললো না কপিল দেবের। স্টেডিয়ামে বসে নিজ দেশের শিরোপা লড়াইও তাই দেখার সুযোগ পেলেন না এই ভারতীয় কিংবদন্তি।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি নিউজকে কপিল নিজেই সে কথা জানান। সাথে অভিভাবকসুলভ উদারতার দ্বারা বিসিসিআইয়ের সেই ভুল ঢাকারও চেষ্টা করেন কপিল। ফাইনালের আগে এবিপি নিউজ চ্যানেলের একটি শোয়ে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই ফাইনালে উপস্থিত না থাকার বিষয়ে জানতে চাইলে সাবেক ভারতীয় কাপ্তান বলেন, ‘বিষয়টা একদমই সহজ। আপনারা আমাকে ডেকেছেন তাই এসেছি, ওরা ডাকেনি তাই যাইনি।’

কপিল দেব আরও বলেন, ‘আমার ইচ্ছা ছিল ওরা যদি ১৯৮৩-র পুরো দলটাকেই ডাকাতো তো খুব ভাল হতো। তবে সবাই এতো ব্যস্ত, সবার উপর এতো দয়িত্ব যে মাঝে মাঝে এমন ভুল হতেই পারে।’

আরও পড়ুন: আট উইকেট হারিয়ে বিপদে ভারত

ক্রিফোস্পোর্টস/১৯নভেম্বর২৩/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট