আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত হয়ে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি ঘিরে নানা নাটকীয়তা শামিল হচ্ছে ক্রিকেট বিশ্ব। রাজনৈতিক বৈরিতার কারণে ভারত পাকিস্তানের মাটিতে এ টুর্নামেন্ট খেলতে যাবে কি-না এ নিয়ে ছিল বিস্তার প্রশ্ন। তবে এবার পাকিস্তানে খেলতে যাবে না সাফ জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
আগামীকাল (সোমবার) লাহোরে চ্যাম্পিয়নস ট্রফির একটি অনুষ্ঠানের সময় নির্ধারণ করেছিল আইসিসি। মূলত সেই অনুষ্ঠানে আকর্ষণীয় এই মেগা ইভেন্টের সূচি নিয়ে আলোচনা করার কথা ছিল। ভারত পাকিস্তানে খেলতে যাওয়ার আপত্তি পোষণ করলে দেশটিতে নির্ধারিত একটি অনুষ্ঠানও বাতিল করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। আইসিসির এক কর্মকর্তার সুবাদে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এ তথ্য জানিয়েছে।
সে কর্মকর্তা জানান, ‘সূচি এখনও চূড়ান্ত হয়নি, চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি নিয়ে আয়োজক ও প্রতিযোগী দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। সূচি চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে তা জানানো হবে।’
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ১০০ দিনের গণনা শুরু হতো পাকিস্তানে বাতিল হওয়া ওই অনুষ্ঠানের মধ্য দিয়ে। ভারতের আপত্তি এবং সূচির পরিবর্তনের কারণে সেই সূচিতে থাকা ভেন্যুও পরিবর্তন হতে পারে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ হবে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পূর্বের সূচি অনুযায়ী। তবে তবে ভারতে আপত্তির কারণে যদি বিকল্প ভেন্যু বা হাইব্রিড মডেলে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়তাহলে সেই সূচিতে ব্যাপক পরিবর্তন হবে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সূত্র পাওয়া তথ্য অনুযায়ী ক্রিকবাজকে জানিয়েছে , ‘এটি শুধু ট্রফি ট্যুরের যাত্রা কিংবা ব্রান্ডিং লঞ্চ করার অনুষ্ঠান ছিল। সেটি পরে আবারও অনুষ্ঠিত হবে। কারণ এই মুহূর্তে লাহোরের আউটডোর সংস্করণের কাজ চলমান। এমন পরিস্থিতিতে সেখানে ইভেন্ট আয়োজন কষ্টকর।’
অনুষ্ঠান বাতিল হওয়ার প্রসঙ্গে হতাশা প্রকাশ করে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, ‘আমাদের অবস্থান অনেকটাই পরিষ্কার। কোনো দেশ যদি পাকিস্তানে না আসতে চায়, তাহলে লিখিতভাবে নির্দিষ্ট কারণ আমাদের জানতে হবে। এখনো হাইব্রিড মডেলে প্রতিযোগিতা আয়োজন নিয়ে আমাদের সঙ্গে কেউ কোনো আলোচনা করেনি। আমরা এটা নিয়েও আলোচনা করতে চাই।’
আগামীকাল লাহরে অনুষ্ঠিত হতে যাওয়া ওই অনুষ্ঠান স্থগিতের কারণ এখনও অস্পষ্ট। তবে অনেকেই মনে করছেন বিসিসিআই যেহেতু মৌখিকভাবে আইসিসিকে জানিয়েছে তারা ভারতীয় দলকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য পাকিস্তানে পাঠাবে না, তাই আপাতত বিপাকে পড়েছে আইসিসি। এই জন্য গুঞ্জন উঠছে ভারতের জন্য এ টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত করা হবে।
আরও পড়ুনঃ ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরছেন মৃত্যুঞ্জয়, জানালেন সময়
ক্রিফোস্পোর্টস/১০ নভেম্বর ২৪/এইচআই