Connect with us
ক্রিকেট

বাংলাদেশকে মোকাবিলায় ‘গোপনীয়তা’ বজায় রেখে ভারতের অনুশীলন

India starts practice for upcoming Bangladesh series
বাংলাদেশ সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে ভারত। ছবি- সংগৃহীত

ভারত সিরিজকে সামনে রেখে বেশ কয়েকদিন ধরেই মিরপুরে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। এবার বাংলাদেশকে মোকাবিলায় স্বাগতিক ভারতও তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে তাদের অনুশীলন।

টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ-ভারত সিরিজ। প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইয়ে রোহিত-কোহলিরা অনুশীলন করেছেন। সেখানে প্রধান কোচ গৌতম গম্ভীরসহ সহকারী কোচ অভিষেক নায়ার ও নতুন বোলিং কোচ মরনে মর্কেলও ছিলেন।

তবে সম্প্রতি পাকিস্তানকে টেস্ট সিরিজে তাদের ঘরের মাটিতে ধবলধোলাই করা বাংলাদেশকে সহজভাবে নিচ্ছে না ভারত। তাইতো প্রথম টেস্টে রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্ত, জসপ্রীত বুমরাহদের রেখে পূর্ণশক্তির দল ঘোষণা করেছে স্বাগতিকরা। এছাড়া প্রথম টেস্টের আগে রুদ্ধদ্বার অনুশীলন করছেন তারা।

আরও পড়ুন:

» শোয়েবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সাবেক পাকিস্তানি ক্রিকেটারের

» পাকিস্তানে ইতিহাসগড়া শান্তরা বড় অঙ্কের অর্থ পুরস্কার পাচ্ছেন 

বাংলাদেশ সিরিজের আগে ‘গোপনীয়তা’ বজায় রেখেছে টিম ইন্ডিয়া। এদিন স্বাগতিকদের অনুশীলনে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ ছিল।

গত কয়েকমাস ধরে সাদা বলের ক্রিকেটেই ব্যস্ত ছিল ভারত। চলতি বছরের মার্চে সবশেষ টেস্ট খেলেছিল রোহিত-কোহলিরা। বাংলাদেশ সিরিজ দিয়ে দীর্ঘ ৭ মাস পর লাল বলের ক্রিকেটে ফিরছে তারা।

আগামী ১৯ সেপ্টেম্বর চেনাইয়ে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ২৭ সেপ্টেম্বর কানপুরে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

ক্রিফোস্পোর্টস/১৩সেপ্টেম্বর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট