Connect with us
ক্রিকেট

১৪৭ বছরের টেস্ট ইতিহাসে ভারতের বিরল রেকর্ড

India vs New Zealand test
নিউজিল্যান্ডের বিপক্ষে আগ্রাসী ভারত। ছবি- ক্রিকইনফো

গেল কিছু সময়ে টেস্ট ক্রিকেটের ধরন বদলে দিয়েছে ইংল্যান্ড। ইংলিশদের কোচ ব্রেন্ডেন ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকসের হাত ধরে উদ্ভাবন হয়েছে ‘বাজবল’ তত্ত্বের। টেস্ট ক্রিকেটের যেই তত্ত্বের ছোঁয়া লেগেছে ভারত ক্রিকেট দলেও। আর এতেই বিরল এক রেকর্ড নিজেদের নামে করে নিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা।

ক্রিকেটের প্রাচীনতম ফরমেট টেস্টের ১৪৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এক বিরল ঘটনার জন্ম দিয়েছে ভারত। প্রথম দল হিসেবে ক্রিকেটের এক বর্ষপঞ্জিতে ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছে ভারতীয় ব্যাটাররা। চলতি বছর এখন পর্যন্ত ৯ টেস্ট খেলে ১০৫ ছক্কা হাকিয়েছে ভারত।

এর আগে টেস্ট ক্রিকেটে এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি ছিল ইংল্যান্ডের দখলে। ২০২২ সালে ইংলিশ ব্যাটারদের কাছ থেকে দেখা গিয়েছিল ৮৯ ছক্কা। এবার চলতি বছর আরও দুই মাস বাকি থাকতেই ইংল্যান্ডের সে রেকর্ড ভেঙে দিয়েছে ভারত।

চলমান বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে ঘরের মাঠে নিজেদের সর্বনিম্ন ৪৬ রানে অলআউট হয়েছিল ভারত। তবে দ্বিতীয় ইনিংসে ফের ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। চতুর্থ দিনের খেলায় মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত ভারতের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৩৪৪ রান। যদিও এখন পর্যন্ত ১২ রানে পিছিয়ে আছে রোহিত শর্মার দল।

এর আগে সবশেষ বাংলাদেশের বিপক্ষে খেলার টেস্ট ম্যাচে চার ছক্কার ফুলঝুরি উড়িয়েছিল ভারত। যেখানে ২৫ চার ও ২২ ছক্কা দেখা যায় কেবল এক ইনিংসেই। পাশাপাশি আড়াই দিন খেলা সেই ম্যাচে নিজেদের আগ্রাসী ব্যাটিং দিয়ে জয় তুলে নিয়েছিল স্বাগতিকরা।

আরও পড়ুন:

» টানটান উত্তেজনার ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছে শ্রীলঙ্কা

» ‘চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানেই’, ভারতকে পিসিবির নতুন প্রস্তাব

ম্যাচের ৩০তম ওভারে এজেজ পাটেলের করা প্রথম ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে লং অফ দিয়ে উড়িয়ে মারেন বিরাট কোহলি। সেই শট বাউন্ডারি ছাড়িয়ে গেলে নতুন এই মাইলফলক স্পর্শ করে ভারত। এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ ছক্কা হাকানো দলগুলোর তালিকায় তৃতীয় অবস্থানেও রয়েছে ভারত।

এর আগে ২০২১ সালে সর্বোচ্চ ৮৭ ছক্কা হাকিয়েছে ভারতীয় ক্রিকেটাররা। এছাড়া এই তালিকার চতুর্থ এবং পঞ্চম অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড। ২০১৩ সালে সর্বোচ্চ ৭১ ছক্কা হাঁকিয়েছিল কিউই ব্যাটাররা। এর পরের বছরে নিজেদের রেকর্ড ভাঙে ব্ল্যাক ক্যাপসরা। ২০১৪ সালে নিউজিল্যান্ড হাকায় ৮১টি ছক্কা।

ক্রিফোস্পোর্টস/১৯অক্টোবর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট