Connect with us
ক্রিকেট

বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন ভারতের তারকা ক্রিকেটার

বাংলাদেশের প্রশংসায় অশ্বিন। ছবি- ক্রিকইনফো

আজ রাওয়ালপিন্ডিতে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম টেস্ট জিতে আজ মানসিকভাবে কিছুটা এগিয়েই থাকবে শান্ত বাহিনী। কেননা প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারানোর স্বাদ পেয়েছে টাইগাররা। যদিও বৃষ্টির কারণে আজ দ্বিতীয় টেস্ট শুরু হতে হবে বেশ কিছুটা বিলম্ব।

তবে এদিকে অনেকের মতো ভারতীয় অফ স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন বিশ্বাস করতে পারছেন না, সিরিজে এগিয়ে থেকে আজ মাঠে নামবে বাংলাদেশ। ক্রিকেট বিষয়ক নিজের ইউটিউব চ্যানেলে আলোচনা কালে পিন্ডি টেস্টের কথা উঠে আসে তার কন্ঠে। যেখানে বাংলাদেশকে প্রশংসায় ভাসান এই ভারতীয় তারকা।

বর্তমানে বাংলাদেশ বিভিন্ন ধরনের অস্থিরতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। যা জানেন অশ্বিন নিজেও। তা সত্ত্বেও টাইগাররা যেমন ক্রিকেট খেলেছে তাতে অবাক তিনি, ‘প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। এটা অবিশ্বাস্য ভালো খবর। বিশেষ করে দেশটির মানুষ যখন অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। কোচ, অধিনায়ক সবার জন্যই এই জয় গর্বের।’

প্রথম টেস্টের উইকেটে বোলারদের জন্য না থাকলেও পাকিস্তানের খেলায় চমকে গেছেন অশ্বিন, ‘একটা রাস্তার মতো পিচে খেলা হয়েছিল। বাংলাদেশ সেখান থেকে জয় তুলে নিয়েছে। এই ম্যাচের প্রথম তিন দিনে তেমন কিছুই ঘটেনি। এরপর যখন আমি একটা ফ্লাইটে উঠব, তখন পাকিস্তান আমাকে চমকে দিয়েছে। হাইলাইটসে দেখলাম পাকিস্তান শেষ দিনে পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে।’

সাকিব-মিরাজের স্পিনের সামনে পাকিস্তানের ধরাশায়ী হওয়ার ঘটনা অবিশ্বাস্য ছিল বলে মনে করেন অশ্বিন, ‘অনেক দিন আমি এমন বিপর্যয় দেখিনি। এমন পিচে কোন দল এভাবে আত্মসমর্পণ করবে ভাবিনি। উইকেটে তেমন কিছুই ছিল না; রাস্তা মনে হয়েছে। রিজওয়ানই যা একটু লড়াই করেছে। আমি আসলে বুঝতেই পারিনি, কী খেলছে পাকিস্তান।’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ টেস্টে ভালো করার জন্য নিজেদের একটা পথ তৈরি করে নিয়েছে বলে মনে করেন এই ভারতীয় ক্রিকেটার, ‘বাংলাদেশকে তাদের জয়ের জন্য কৃতিত্ব দিতেই হবে। ওরা সর্বশেষ যখন ভারত সফরে এসেছিল, আমি তখনও বলেছিলাম- ওরা ভালো ক্রিকেট খেলেছে। ওরা টেস্ট খেলার একটা নিজস্ব ফর্মুলা খুঁজে পেয়েছে।’

বাংলাদেশ দলে ভালো কিছু ক্রিকেটার রয়েছেন, যাদের কথা উল্লেখ করেছেন অশ্বিন। তিনি বলেন, ‘তাদের ভালো মানের কয়েকজন পেসার আছে। আবার লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞরাও আছে দলে। কিছু তরুণ আছে, যেমন জাকির হাসান, সাদমান ইসলাম; ওরাও ভালো খেলছে। মিরাজের অভিজ্ঞতাও বেশ কাজের।’

আরও পড়ুন: রাওয়ালপিন্ডিতে ঝরছে বৃষ্টি, খেলা শুরুর সম্ভাব্য নতুন সময়

ক্রিফোস্পোর্টস/৩০আগস্ট২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট