Connect with us
ক্রিকেট

জয়ের আশায় ভারতের ঝড়ো ব্যাটিং, বাংলাদেশও দেখছে সুযোগ?

India vs Bangladesh test
ভারত-বাংলাদেশ ম্যাচ। ছবি- ক্রিকইনফো

টেস্ট ম্যাচে বৃষ্টি বাধায় প্রথম দিনে হয়েছিল মাত্র ৩৫ ওভারের খেলা। এরপর টানা দুইদিন মাঠে গড়ায়নি একটিও বল। শেষ দুদিনের খেলা দিয়ে ম্যাচে ফলাফল হয়তো কেউ আশাও করবে না। ড্র হবে সেটাই ধরে নিবেন সকলে। তবে একদম ব্যাতিক্রম চিন্তা নিয়েই যেন আজ ব্যাটিংয়ে নেমেছিল ভারত।

প্রথম ইনিংসে আজ ২৩৩ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। জবাব দিতে নেমেই ঝড়ো ব্যাটিংয়ে শুরু করে ভারত। দুই ওপেনার জশস্বী জয়সাওয়াল ও রোহিত শর্মা হাকান একের পর এক চার-ছক্কা। গড়ে ফেলেন টেস্ট ক্রিকেট ইতিহাসের দ্রুততম দলীয় অর্ধশত রান।

মাত্র ৩ ওভারেই ভারত করে ৫১ রান। যদিও এরপরই রোহিত শর্মাকে আউট করে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন মেহেদী হাসান মিরাজ। তবে এর আগে মাত্র ১১ বলে ২৩ রান করেন স্বাগতিক অধিনায়ক। যেখানে ছিল ৩ ছক্কা ও ১ চারের মার। তবে এখানেই থেমে থাকেনি তারা। চালিয়ে যায় নিজেদের আক্রমণাত্মক ব্যাটিং।

তবে দ্রুতগতিতে রান তুললেও ১৫৯ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়তে পারে স্বাগতিকরা। যদিও ২০ ওভারের আগেই এই বিশাল রান স্কোরবোর্ডে জড়ো করে তারা। আর এই সুযোগ কাজে লাগাতে চাইবে বাংলাদেশও। প্রতিপক্ষ ব্যাটারদের ভুলের সুযোগ নিয়ে দ্রুত আরও কিছু উইকেট তুলে নিতে চাইবে টাইগাররা।

এদিকে ইনিংসের শুরুতেই ঝিমিয়ে পড়া টেস্ট ম্যাচ পুরোপুরি চাঙ্গা করে দেয় ভারতীয় ব্যাটাররা। শুভমান গিল এসেও বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে থাকেন। অপর দিকে আরেক ওপেনার ঝড়ো ব্যাটিংয়ে তুলে নেন নিজের ফিফটি। মাত্র ৩১ বলেই তুলে নেন নিজের অর্ধশতক।

শেষ পর্যন্ত হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে ফিরে যাওয়ার আগে ৫১ বছর খেলেন ৭২ রানের একটি ঝকঝকে ইনিংস। যেই ইনিংসটি তিনি সাজিয়ে ছিলেন ২ ছক্কা ও ১২ চারের মারে। এছাড়া গিল সাকিব আল হাসানের ক্যাচ দিয়ে ফিরেছেন ৩৬ বলে ৩৯ রান করে।

ভারতের এমন ঝড়ো ব্যাটিং দেখেই বোঝা যায়, তারা ম্যাচ ড্র চায় না। কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলা হচ্ছে এই ম্যাচ। যেখানে প্রতিটি পয়েন্ট দল গুলোর জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই ম্যাচে ফলাফল বের করার চেষ্টায় মাঠে নেমেছে ভারতীয় ব্যাটাররা।

আরও পড়ুন: বাফুফে সভাপতি হিসেবে সালাউদ্দিনের শেষ সভা

ক্রিফোস্পোর্টস/৩০সেপ্টেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট