Connect with us
ফুটবল

নানা নাটকীয়তায় সাফ থেকে ভারতের অশ্রুসিক্ত বিদায়

India vs Nepal women football
ভারত-নেপাল ম্যাচ। ছবি- ভারত ফুটবল

ম্যাচের ৭১ তম মিনিটে গিয়ে ডেডলক ভাঙ্গে ভারত। দূরপাল্লার শটে সঙ্গীতা বাসফোরের গোলে এগিয়ে যায় ব্লু টাইগ্রেসরা। তবে সেই গোল উদযাপন করতে করতেই ঘটে যায় অবাক করা কাণ্ড। ভারতীয় গোলরক্ষকসহ সকল ফুটবলার সাইড লাইনে উচ্ছ্বাস করার সময়ই তাদের জালে পাল্টা গোল দিয়ে দেয় নেপাল।

মূলত ভারত প্রতিপক্ষের জালে প্রথম গোল দেয়ার পর বল নিয়ে মাঝ মাঠে প্রস্তুত হয়েছিল নেপাল। ভারতীয় ফুটবলাররা নিজেদের গোল উদযাপনে ব্যস্ত থাকাকালে রেফারি অনেকটা অজান্তেই বাঁশি বাজান। আর এতেই খেলা শুরু করে ভারতের ফাঁকা জলে গোল দেয় নেপাল। যদিও সঙ্গে সঙ্গে সেই গোল বাতিলের ঘোষণা দেয় রেফারি।

তবে রেফারির এমন সিদ্ধান্ত মানতে নারাজ ছিলেন নেপালের নারী ফুটবলাররা। এতে করে সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায় সাফ নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। প্রায় দীর্ঘ এক ঘণ্টা খেলা বন্ধ থাকার পর পুনরায় মাঠে গড়ায় এই ম্যাচ। আর খেলা শুরু হতেই এক মিনিটের মধ্যে আরও একবার ভারতের জালে বল জড়ায় নেপাল।

India lost the match

ভারতের পরাজয়।

মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ান বল ডি বক্সের কাছে পেয়ে যান সাবিত্রা ভাণ্ডারি। বল নিয়ে ছুটে গিয়ে এক ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে দারুন শটে লক্ষ্যভেদ করেন এই নেপালি ফুটবলার। আর এতেই ম্যাচে ফিরে আসে স্বাগতিকরা। এরপর আর কোন দল গোলের দেখা না পেলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

আরও পড়ুন:

» বাফুফের পরিবর্তনে ফুটবলে সুদিন ফিরবে মনে করেন ক্রীড়া উপদেষ্টা

» লিড নিয়েও আফগানদের কাছে হেরে বিদায় নিল বাংলাদেশ

নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে টাইব্রেকারে গিয়ে পরাজয় বরণ করে ভারত। নিজেদের নেয়া প্রথম ও চতুর্থ শট থেকে গোল মিস করে বসে ভারত। অপরদিকে টানা চার শটে গোল করে ৪-২ ব্যবধানে ম্যাচ জেতে স্বাগতিকরা। এতে করে টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপে ফাইনাল নিশ্চিত করেছে নেপাল।

আরো একবার নারীদের আঞ্চলিক এই টুর্নামেন্ট থেকে অশ্রুসিক্ত বিদায় নিল ভারত। প্রথমে লিড নিয়েও এমন পরাজয়ে কান্নায় ভেঙে পড়েন দলের একাধিক ফুটবলার। এর আগে গেল মৌসুমেও নেপালের কাছে হেরে সাফের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল টুর্নামেন্টের সর্বোচ্চ পাঁচ বারের চ্যাম্পিয়নরা।

ক্রিফোস্পোর্টস/২৭অক্টোবর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল