একে একে আট দল বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর টিকে রয়েছে দুটি। কার হাতে উঠবে ১১ কিলোগ্রামের এই সোনালী ট্রফিটি তা নির্ধারণ হবে আজকের অস্ট্রেলিয়া ও ভারতের মহারণের মধ্য দিয়ে। নিজেদের হেক্সা জয়ের লক্ষ্যে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া মুখোমুখি হবে ভারতের। অপরদিকে ভারতও স্বপ্ন দেখছে এক যুগ পর তৃতীয়বারের মতো বিশ্বকাপের ট্রফি উচিয়ে ধরার।
৫ অক্টোবর থেকে শুরু হওয়া ১০ দলের এই মেগা আসরের ইতি ঘটবে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচ দিয়ে। আসরের শুরু থেকে দুর্দান্ত ফর্মে থাকা স্বাগতিক ভারত নিজেদের খেলা দশ ম্যাচের সবকটিতে জিতে রয়েছে দারুণ আত্মবিশ্বাসী। অন্যদিকে প্রথম দুই ম্যাচ হেরে আসর শুরু করলেও পরবর্তী আট ম্যাচে টানা জয় তুলে কঠিন লড়াই জমিয়ে তোলার আশ্বাস দিচ্ছে অস্ট্রেলিয়া।
এ বছরের শুরুতেই ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিল অস্ট্রেলিয়া। এবার ওয়ানডে বিশ্বসেরার পুরস্কারটিও ছিনিয়ে নিতে চাইবে সর্বাধিক বিশ্বকাপ জয়ী এই দলটি। ২০১৫ সালে নিউজিল্যান্ডকে হারিয়ে ঘরের মাঠে বিশ্বকাপ জয় উদযাপন করেছিল অজিরা। আট বছর পর আবার সুযোগ মিলেছে নিজেদের ষষ্ঠ শিরোপা উদযাপনের।
তবে ভারতের ঘরের মাটিতে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জেতা কতটা কঠিন হবে তা জানে সবাই। এর আগে ২০১১ সালে ঘরের মাটিতে শ্রীলঙ্কাকে নিজেদের ঘরে ফাইনালে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয় করেছিল ভারত। তারপর ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছিল তারা। তবে এরপর এক দশক কেটে গেলেও কোন বৈশ্বিক শিরোপার দেখা পায়নি দলটি।
তাই এবার ঘরের মাঠের সুবিধায় কাজে লাগিয়ে প্রায় ১ লাখ ৩০ হাজার দর্শকের সামনে বিশ্বকাপ জিতে শিরোপা খরা কাটাতে চাইবে ভারত। সেই লক্ষ্যে আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মাঠে নামবে দুই দল।
ম্যাচের আগে আহমেদাবাদের প্রসিদ্ধ আদালাজ স্টেপওয়েলে আইসিসির অফিসিয়াল ফটোসেশন হয়। ঐতিহাসিক স্থাপনায় গিয়ে ট্রফি হাতে হাসিমুখে ছবি তুলেছেন ভারত ও অস্ট্রেলিয়ার অধিনায়ক।
আরও পড়ুন: ফ্রান্সের জয়ের রাতে নতুন ইতিহাস ও একাধিক রেকর্ড
ক্রিফোস্পোর্টস/১৯নভেম্বর২৩/এসএফ/এজে