
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। এদিকে আরও একবার টস ভাগ্যে পরাজিত হয়েছে ভারত। আর এতেই ফাইনালে মাঠে নেমে দুর্ভাগ্যজনক এক বিশ্বরেকর্ড গড়ল ভারত। টানা সর্বোচ্চ ১৫ ওয়ানডে ম্যাচে টস হারের নজির গড়ল তারা। একই সাথে আরেক বিশ্বরেকর্ডে নাম লিখিয়েছেন দলটির অধিনায়ক রোহিত শর্মাও।
আজ রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হয়েছে ভারত এবং নিউজিল্যান্ড। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল তিনটায়।
এদিকে ওয়ানডে ক্রিকেটে টানা ১৫ ম্যাচে টস হারের মধ্যে অধিনায়ক হিসেবে ১২ বারই টস ভাগ্যে পরাজিত হয়েছেন রোহিত শর্মা। আর এতেই তিনি গড়েছেন দুর্ভাগ্যজনক এক বিশ্বরেকর্ড। কারণ ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে কোন অধিনায়ক টানা এর চেয়ে বেশি ম্যাচে টস হারেনি।
এর আগে ১৯৯৮ থেকে ১৯৯৯ সালে ওয়ানডে ক্রিকেটে টানা সর্বোচ্চ ১২ ম্যাচে টস হেরেছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ব্রায়ান লারা। এরপর গেল ২৬ বছরে টানা এত ম্যাচে টস ভাগ্যে পরাজিত হয়নি আর কোন অধিনায়ক। এবার লারার সেই বিশ্বরেকর্ডে নিজের নাম লেখালেন রোহিত।

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫।
ফাইনালের আগমুহূর্তে বড় হোঁচট খেয়েছে নিউজিল্যান্ড। চোটের কারণে ছিটকে গেছেন আসরের সর্বোচ্চ উইকেটক শিকারি ম্যাট হ্যানরি। তার জায়গায় ফাইনালের একাদশে ফিরেছেন নাথান স্মিথ। আর প্রত্যাশিতভাবে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে ভারত।
ফাইনালে উভয় দলের একাদশ—
নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়ং, রচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, নাথান স্মিথ ও উইল ও’রুর্ক।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও বরুণ চক্রবর্তী।
আরও পড়ুন:
» নাঈমের ঝড়ো ব্যাটিংয়ে রানের রেকর্ড, একটুর জন্য মিস ডাবল সেঞ্চুরি
» যেভাবে ভারতকে পাল্টা চাপে ফেলতে চায় নিউজিল্যান্ড
ক্রিফোস্পোর্টস/৯মার্চ২৫/এফএএস
