Connect with us
ক্রিকেট

ভারতের জয়ে সেমিফাইনালের স্বপ্ন টিকে রইল বাংলাদেশের

T20 World Cup 2024_Super 8_India vs Australia
অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়েছে ভারত। ছবি- সংগৃহীত

সুপার এইটের হাইভোল্টেজ ম্যাচে সোমবার (২৪ জুন) অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় ভারত। এ ম্যাচে অজিদের ২৪ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে রোহিত শর্মার দল। পাশাপাশি বাংলাদেশের সেমিফাইনাল খেলার স্বপ্নও টিকে রয়েছে। 

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে ভারত। জবাবে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।

এদিন শুরুতেই বিপদে পড়ে ভারত। ইনিংসের দ্বিতীয় ওভারে রানের খাতা খোলার আগেই ফিরে যান বিরাট কোহলি। এরপর ঋষভ পন্তকে নিয়ে শুরুর ধাক্কা সামলে দলের হাল ধরেন অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় উইকেট জুটিতে ৩৮ বলে ৮৭ রান যোগ করেন এই দুই ব্যাটার।

আরও পড়ুন:

» বাংলাদেশের সেমিতে খেলার সম্ভাবনা দেখছেন না সাকিব

» সাকিব-মাহমুদউল্লাহর কি অবসর নেওয়া উচিত? যা বললেন ফাহিম

অবশ্য এদিন অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন রোহিত। ৭ চার ও ৮ ছয়ের মারে ৪১ বলে ৯২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এই বিধ্বংসী ওপেনার। পরবর্তীতে সূর্যকুমার যাদবের ৩১, শিবম দুবের ২৮, হার্দিক পান্ডিয়ার ২৭ রানের ইনিংসে ভর করে ২০৫ রানে বিশাল পুঁজি পায় ভারত।

অস্ট্রেলিয়ার হয়ে ৪ ওভারে মাত্র ১৪ রান খরচায় ১টি উইকেট শিকার করেন জশ হ্যাজেলউড। এছাড়া মিচেল স্টার্ক ৪ ওভারে ৪৫ ও মার্কাস স্টয়নিস ৪ ওভারে ৫৬ রান দিয়ে ২টি করে উইকেট শিকার করেন।

২০৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ডেভিড ওয়ার্নারকে হারায় অস্ট্রেলিয়া। এরপর ট্রাভিস হেড ও অধিনায়ক মিচেল মার্শের ব্যাটের ঘুরে দাঁড়ায় অজিরা। তাদের জুটিতে দারুণভাবে এগোচ্ছিলো অস্ট্রেলিয়া। তবে দলীয় ৮৭ রানের মাথায় বাউন্ডারি লাইনের কাছে অক্ষর প্যাটেলের এক হাতের দুর্দান্ত ক্যাচে প্যাভিলিয়নে ফিরতে হয় মার্শকে। আউট হওয়ার আগে ২৮ বলে ৩৭ রান করেন তিনি।

আরও পড়ুন:

» আগামীকাল মাঠে নামছে ব্রাজিল, খেলা দেখবেন যেভাবে

» টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা জয়ের নতুন রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা

মার্শ ফিরে যাওয়ার পর হেড ও গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটে আবারও চালকের আসনে ফেরে অস্ট্রেলিয়া। তবে দলীয় ১২৮ রানের মাথায় ম্যাক্সওয়েলকে ফিরিয়ে তাদের ৪১ রানের জুটি ভেঙে দেন কুলদীপ যাদব। প্যাভিলিয়নে ফেরার আগে ১২ বলে ২০ রান করেন এই বিধ্বংসী ব্যাটসম্যান। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে আসা মার্কাস স্টয়নিশও বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। অক্ষর প্যাটেলের বলে ক্যাচ তুলে দেওয়ার আগে ৪ বলে মাত্র ২ রান করেন এই অলরাউন্ডার।

দ্রুত ২টি উইকেট হারিয়ে বিপদে পড়ে অস্ট্রেলিয়া। তবে একপ্রান্তে একাই লড়ে যাওয়া হেড দলীয় ১৫০ রানের মাথায় বুমরাহর শিকার হয়ে ফিরে গেলে ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় অস্ট্রেলিয়া। প্যাভিলিয়নে ফেরার আগে ৪৩ বলে ৭৬ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন এই ওপেনার। শেষ পর্যন্ত ২০ ওভার খেলে ১৮১ রান তুলতে সক্ষম হয় অস্ট্রেলিয়া।

ভারতের হয়ে আর্শদীপ সিং ৩টি এবং কুলদীপ যাদব ২টি উইকেট শিকার করেছেন। এছাড়া জশপ্রিত বুমরাহ ও অক্ষর প্যাটেল ১টি করে উইকেট নেন।

ক্রিফোস্পোর্টস/২৫জুন২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট