Connect with us
ক্রিকেট

বাংলাদেশের হারে দুশ্চিন্তা বাড়লো ভারতের

India
ভারত টেস্ট ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

গতকাল (বৃহস্পতিবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। আর এতেই বিপদ বেড়েছে ভারতের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার পথ কঠিন হয়ে গেল রোহিত-কোহলিদের। শুধু ভারত নয়, সমীকরণ কঠিন হল অস্ট্রেলিয়াও।

ভারত ৬৮.০৬ শতাংশ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও ফাইনালের নিশ্চয়তা নেই। এ টুর্নামেন্টের ট্রফি নির্ধারণী ম্যাচ খেলতে হলে তাদের বাকি সাতটি টেস্টে অন্তত চারটি জয় এবং একটি ড্র করতে হবে। এমনটা হলে পয়েন্ট হবে ৬৫.৭৯ শতাংশ । সে ক্ষেত্রে ফাইনালে টিকিট নিতে পারবে টিম ইন্ডিয়া।

কোন ভাবেই যদি চারটি টেস্ট জেতে এবং একটিও ড্র করতে না পারে তাহলে ভারতের পয়েন্ট শতাংশ হবে ৬৪.০৪। এমনটা হলে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, এমনকি শ্রীলঙ্কার জন্যও ফাইনালের যাওয়ার সুযোগ তৈরি হবে।

এ দিকে ৩৮.৮৯ শতাংশ পয়েন্ট নিয়ে মিরপুর টেস্ট খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচ জয়ের পর ৪৭.৬২ পয়েন্ট হয়েছে প্রোটিয়াদের। ফলে তারা নিউজিল্যান্ড (৪৪.৪৪) এবং ইংল্যান্ডকে (৪৩.০৬) টপকে চারে উঠে এসেছে। ফাইনালে ওঠার সুযোগ রয়েছে তাদেরও। বাংলাদেশ সপ্তম স্থানে আছে ৩০.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে।

এ ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা বাকি সব ম্যাচে জিতলে তাদের হবে শতাংশ ৬৯.৪৪ শতাংশ পয়েন্ট । অস্ট্রেলিয়া বর্তমানে রয়েছে ৬২.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। তারা যদি বাকি ম্যাচগুলোর মধ্যে চারটি টেস্ট জিতে এবং একটি ড্র করে তাহলে তাদের পয়েন্ট ৬২.২৮ পয়েন্ট হবে। ফলে ফাইনালের দৌড়ে থাকবেন অজিরা। তবে ফলাফল তাদের পক্ষে না গেলে আরও নীচে নেমে যেতে পারে। ফাইলের দৌড়ে শ্রীলঙ্কাও রয়েছে। তবে সম্ভাবনা অনেক কম। তাদের বর্তমানে ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট।

আরও পড়ুন: ১৫৬ রানে গুটিয়ে গেল ভারত: ১০৩ রানের লিড কিউইদের

ক্রিফোস্পোর্টস/২৫ অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট