গত কাতার বিশ্বকাপের শুরুতেই ঘটেছিল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। লাতিন আমেরিকার জায়ান্ট দল আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল এশিয়ার দল সৌদি আরব। এবার সেই সৌদি আরবকে হারিয়ে চমকে দিয়েছে ফিফা র্যাঙ্কিংয়ে ৭১ ধাপ পিছিয়ে থাকা ইন্দোনেশিয়া।
নভেম্বরের ফিফা উইন্ডোতে এশিয়ান অঞ্চলের এএফসি ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচগুলো চলছে। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) ঘরের মাঠে সৌদি আরবের মুখোমুখি হয় ইন্দোনেশিয়া।
এই ম্যাচে ফিফা র্যাঙ্কিংয়ে ৫৯ নম্বরে থাকা সফরকারীদের ২-০ গোলে পরাজিত করেছে ১৩০ নম্বরে থাকা ইন্দোনেশিয়া। জয়সূচক গোল দুটি করেছেন মার্সেলিনো ফার্দিনান।
এদিন জাকার্তার গেলোরা বুং কার্ণো স্টেডিয়ামে ম্যাচের ৩২ মিনিটেই এগিয়ে যায় ইন্দোনেশিয়া। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে দ্বিতীয়বারের মতো লিড নেয় স্বাগতিকরা। এদিন ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করেছিল সৌদি আরব। তবে কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পায়নি সফরকারীরা।
আরও পড়ুন:
» যুবাদের শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা করল বিসিবি
» ২০৩৪ বিশ্বকাপ সামনে রেখে বৃহৎ স্টেডিয়াম তৈরির ঘোষণা সৌদির
ম্যাচের ৭৭ শতাংশ সময় বল সৌদি আরবের দখলে ছিল। সফরকারীরা আক্রমণও করেছে বেশি। ইন্দোনেশিয়ার ১৩টি শটের বিপরীতে সৌদি শট নিয়েছে ২৩ টি। তবে অন টার্গেট শটে সৌদির চেয়ে এগিয়ে ছিল ইন্দোনেশিয়া। সফরকারীদের ৩টি অন টার্গেট শটের বিপরীতে ৬টি শট অন টার্গেটে রেখেছে স্বাগতিকরা।
এএফসি ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে গ্রুপ-সি তে রয়েছে সৌদি আরব ও ইন্দোনেশিয়া। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে জাপান। এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে অস্ট্রেলিয়া। আর সৌদিকে হারিয়ে টেবিলের তলানি থেকে তিনে উঠে এসেছে ইন্দোনেশিয়া। ৬ ম্যাচে ৬ পয়েন্ট দলটির। এছাড়া চারে থাকা সৌদি আরবের পয়েন্ট ৬, পাঁচে থাকা জাপানের পয়েন্ট ৬ এবং ছয়ে থালা বাহরাইনের পয়েন্ট ৫।
ক্রিফোস্পোর্টস/১৯নভেম্বর২৪/বিটি