
সপ্তাহখানেক আগেই ফুটবল থেকে বিদায়ের সময় জানিয়ে দিয়েছিলেন স্পেন ও বার্সেলোনা কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা। অবশেষে সব ধরনের ফুটবল থেকে অবসর নিলেন এই মিডফিল্ডার। সোমবার (৮ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে ২২ বছরের পেশাদার ক্যারিয়ারের ইতি টানেন এই বিশ্বকাপজয়ী তারকা।
আন্তর্জাতিক ফুটবলকে অনেক আগেই বিদায় জানিয়েছিলেন ইনিয়েস্তা। ২০১৮ বিশ্বকাপের শেষ ষোলোতে স্বাগতিক রাশিয়ার কাছে হেরে বিদায় নেয় স্পেন। তখনই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেন তিনি। একই বছর বার্সেলোনা ছেড়ে জাপানের ক্লাব ভিসেল কোবেতে পাড়ি জমান তিনি।
ভিসেল কোবেতে পাঁচ মৌসুম খেলেছেন ইনিয়েস্তা। গত বছর আরব আমিরাতের ক্লাব এমিরেটসে যোগ দেন তিনি। সেখানে এক মৌসুম কাটানোর পর ৪০ বছর বয়সে ২২ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন এই কিংবদন্তি।
আরও পড়ুন:
» দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আয়ারল্যান্ডের চমক
» না ফেরার দেশে চলে গেলেন বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম গোলদাতা
বার্সেলোনার জার্সিতে ইনিয়েস্তার পেশাদার ক্যারিয়ারের যাত্রা শুরু হয়। ২০০২ সালে ১৮ বছর বয়সে বার্সার জার্সিতে অভিষেক হয় তার। সেখানে ১৬ বছর খেলেছেন এই তারকা। এই ১৬ বছরে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৬৭৪টি ম্যাচ খেলেছেন। যেখানে ৫৭টি গোলের পাশাপাশি ১৩৫টি অ্যাসিস্টও রয়েছে এই মিডফিল্ড কিংবদন্তির।

বার্সেলোনার জার্সিতে অসংখ্যা শিরোপা জিতেছেন ইনিয়েস্তা। ছবি- সংগৃহীত
বার্সেলোনায় এই লম্বা ক্যারিয়ারে অসংখ্য শিরোপা জিতেছেন ইনিয়েস্তা। যার মধ্যে রয়েছে চারটি চ্যাম্পিয়ন্স লিগ, নয়টি লিগ শিরোপা, তিনটি ক্লাব বিশ্বকাপ, ছয়টি কোপা দেল রে, পাঁচটি সুপারকোপা দে স্পানা ও দুইটি সুপার কাপ। এছাড়া ভিসেল কোবের হয়েও বেশ কয়েকটি শিরোপা জিতেছেন তিনি।

স্পেনের ২০১০ বিশ্বকাপ জয়ের নায়ক ইনিয়েস্তা। ছবি- সংগৃহীত
জাতীয় দলের হয়েও বেশ বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল ইনিয়েস্তার। স্পেনের ২০১০ বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন তিনি। এছাড়া লা রোহাদের জার্সিতে ২০০৮ ও ২০১২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ এবং বয়সভিত্তিক কয়েকটি শিরোপাও জিতেছেন তিনি। এছাড়া ব্যক্তিগত অসংখ্য অর্জনও রয়েছে এই কিংবদন্তি ফুটবলারের।
ক্রিফোস্পোর্টস/৮অক্টোবর২৪/বিটি
