বর্তমানে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেটের পরিস্থিতি। কিছুদিন আগে বাংলাদেশের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ হেরে আরও বিপর্যয়ে পড়েছে পাকিস্তান ক্রিকেট। এরই মাঝে আসন্ন ইংল্যান্ড সিরিজের আগে বড় দুঃসংবাদ পেলো পাকিস্তান।
ঘরোয়া টুর্নামেন্ট চ্যাম্পিয়নস ওয়ানডে কাপ খেলার সময় চোটে পড়েছেন। পাকিস্তানের অন্যতম সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি। ফলে আসন্ন ইংল্যান্ড সিরিজ তিনি খেলতে পারবেন কি না তা নিয়ে আশঙ্কা রয়েছে।
ঘরোয়া টুর্নামেন্ট চ্যাম্পিয়নস ওয়ানডে কাপে লায়ন্সের হয়ে ডলফিন্সের বিপক্ষে ব্যাটিং করার সময় ফাহিম আশরাফের করা এক ডেলিভারি বাঁ পায়ের হাঁটুতে আঘাত হানে শাহিনের। মারাত্মক চোট পেয়ে এক সময় মাঠ ছাড়তে বাধ্য হোন এই পেসার।
ফিজিও ক্লিফ ডিকন শাহিন আফ্রিদির অবস্থা পর্যবেক্ষণ করছেন। মেডিকের টিমের নিশ্চয়তা পেলেই চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপের প্লে-অফে খেলতে পারবেন তারকা এ পেসার। চ্যাম্পিয়ন্স কাপের এলিমিনেটর ম্যাচে তার দল লায়ন্স খেলবে স্ট্যালিয়ন্স বিপক্ষে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে শাহিনকে পেতে মরিয়া হয়ে আছে তার দল লায়ন্স।
আরও পড়ুন: ৫ গোলের বড় জয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল
বর্তমান সময় টা ভালো যাচ্ছে না শাহিন আফ্রিদির। ফর্মহীনতায় ভুগছে বাঁহাতি এই পেসার। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে মাত্র দুই উইকেট পান তিনি। ভালো পারফরম্যান্স না করে দ্বিতীয় টেস্টে বাদ পড়েন আফ্রিদি। ঘরোয়া এই টুর্নামেন্ট তুলনামূলকভাবে ভালোই ছন্দ আছেন শাহিন। বল হাতে ৪ ম্যাচে ৯ উইকেট শিকার করে পাকিস্তানি এই পেসার।
হাঁটুতে চোট পাওয়া বিষয়ে শাহিন আফ্রিদি বলেন, ‘ আমার হাঁটু ঠিক আছে। জলদিই আমি আউটফিল্ডে ডাইভ দিয়ে ফেলি, ফলে তখনই সেই জায়গা ফুলে গিয়েছিল। এরপর ব্যাটিংয়ের সময় আবারও পায়ের সেই জায়গায় বল আঘাত করে, সেখানে বেশ ব্যথা রয়েছে।’
বর্তমানে পাকিস্তান দলের ফিজিও ক্লিফ ডিকন শাহিনের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বর্তমানে তার অবস্থা ভালো আছে। পুরোপুরি ফিট হলে চ্যাম্পিয়নস কাপের প্লে-অফে তাকে দেখা যেতে পারে। তার দল ল্যায়ন্সের জন্য তার উপস্থিত গুরুত্বপূর্ণ। ইংল্যান্ড সিরিজের আগে পুরোপুরি ফিট হবে বলে বিশ্বাস পাকিস্তানের। আগামী মাসে ৭ তারিখে ৩ ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে এই দুই দল
ক্রিফোস্পোর্টস/২৪সেপ্টেম্বর২৪/এইচআই