লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সার্জিও বুটকেস্টস, জর্দি আলবা, বার্সেলোনার প্রাইম টাইমের সুপারস্টারদেরকে নিয়েও এফসি ডালাসের কাছে ০-১ গোলে পরাজিত হয়েছে ইন্টার মায়ামি।
সোমবার (২৩ জানুয়ারি) সকাল ছয়টায় টেক্সাসের কটন বোল স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। ইন্টার মায়ামি ও এফসি ডালাসের ম্যাচটিতে সকলের দৃষ্টি স্পষ্টতই ইন্টার মিয়ামির সুপারস্টারদের দিকে ছিল, কিন্তু ডালাসের নিজেদের মাঠে সেই দৃষ্টি নিজেরদিকে করে নিতে সময় নেননি এফসি ডালাসের স্বদেশী স্টাইকার জেসাস ফেরেইরা।
ম্যাচের তখন মাত্র ৩ মিনিট। ডি-বক্সের বাইরে থেকে পাওয়া বল কয়েক পা এগিয়ে ডান পায়ের জোরালো শটে বল জালে জরান ফেরেইরা। সেই সাথে এই সিজনে নিজের গোলের খাতা খোলেন তিনি। শেষ পর্যন্ত ফেরেইরার এই এক গোলই ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়। এফসি ডালাস ম্যাচটি জিতে যায় ১-০ গোলে।
ম্যাচের শুরু থেকে খেলায় আধিপত্য বিস্তার করে খেলেছে ইন্টার মায়ামি। টাটা মার্টিনোসের ৩-৫-২ ফর্মেশনে বেশির ভাগ বল দখলে রাখলেও তেমন কোন সুযোগ সৃষ্টি করতে পারেনি। যদিও প্রথমার্ধে একটি ভলো সুযোগ পেয়েছিল মেসিরা কিন্তু ডালাসের গোলরক্ষক মারটেন পেসে ডাইভ দিয়ে সেভ করতে সক্ষম হন।
দ্বিতীয়ার্ধে আরো কয়েকটি সুযোগ পেয়েছিল মায়ামি। সুয়ারেজ ও লিও ক্যাম্পানা খুব কাছাকাছি গেলেও অফসাইডে করণে ব্যর্থ হয় সে প্রচেষ্টা। মেসি ও সুয়ারেজকে ৬৪ মিনিট মাঠ থেকে তুলে নেন টাটা মার্টিনোস।
এর আগে গত শুক্রবার এল সালভাদরের সাথে ০-০ গোলে ড্র করে ইন্টার মায়ামি। এবিষয়ে মার্টিনো বলেন, আমরা এখনও চিন্তিত নই, আমরা দুটি ম্যাচের বড় সময় লড়াই করছে।
ইন্টার মায়ামি পরবর্তী দুটি ম্যাচ খেলবে সৌদি আরব দুই ক্লাব আল হিলাল ও আল নাসের বিপক্ষে। আগামী ২৯ জানুয়ারি খেলবে আল হিলালের বিপক্ষে এবং ১ ফেব্রুয়ারি মুখোমুখি হবে রোনালদোর আল নাসেরের বিপক্ষে।
আরও পড়ুন: মাশরাফি ও তামিমদের ম্যাচসহ আজকের খেলা (২৩ জানুয়ারি ২৪)
ক্রিফোস্পোর্টস/২৩জানুয়ারি২৪/এজে