মেসি ইন্টার মায়ামির অধিনায়ক হিসেবে যোগ দেয়ার পর থেকে রীতিমত প্রতিপক্ষকে উড়িয়ে দিচ্ছিল তার দল। বিশ্বকাপ জয়ী মেসির হাত ধরে লিগ কাপ জিতে মায়ামি। তবে একটানা খেলায় মেসি অসুস্থ হয়ে যাওয়ায় সে মাঠের বাইরে রয়েছে কিছুদিন। এরপর থেকে কিছুটা ছন্দপতন হয় দলটির।
ইউএস ওপেন কাপের ফাইনালে হেরে যায় মেসিবিহীন মায়ামি। গতকাল নিউইয়র্ক সিটির বিপক্ষে নিজেদের ৩০তম ম্যাচ খেলতে নেমেও জেতেনি মায়ামি। ম্যাচের প্রথম থেকেই মায়ামিকে চেপে রেখেছিল নিউইয়র্ক সিটি। প্রথমার্ধেই বেশ কয়েকটি ফ্রি-কিক আদায় করে নেয় তারা।
ফ্লোরিডার বিরূপ আবহাওয়ার কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচে প্রথম থেকে আক্রমণাত্মক খেলছিল নিউইয়র্ক সিটি। মেসিকে ছাড়া দলটি বলের নিয়ন্ত্রণ রাখতেই বেগ পাচ্ছিল। প্রথমার্ধে দুই দলের কেউই লক্ষ্যে কোনো শট রাখতে পারেনি।
দ্বিতীয়ার্ধে খেলায় কিছুটা ফিরতে থাকে মায়ামি। তবে ৭৭ মিনিটে উল্টো গোল হজম করতে হয় মেসির সতীর্থদের। এরপর হার প্রায় নিশ্চিত ছিল তাদের। তবে শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ে গিয়ে টমাস আভিলেসের গোলে ১-১ গোলে ড্র করে জেরার্দো মার্তিনোর দল।
এদিন গ্যালারিতে বসে নিজের দলের খেলা দেখছিলেন লিওনেল মেসি। ক্লাব ও জাতীয় দলের ব্যাস্ত সূচিতে মেসি টানা ম্যাচ খেলায় বর্তমানে বা পায়ে কিছুটা অস্বস্তি অনুভব করছে মেসি। ইনজুরির শংকা এড়ানোর জন্য তাই কয়েকদিন বিশ্রামে রয়েছেন বিশ্বকাপ জয়ী সবর্কালের সেরা এই অধিনায়ক।
আরও পড়ুন: এক রাতেই স্থান হারালো বার্সোলোনা, শীর্ষে রিয়াল মাদ্রিদ
ক্রিফোস্পোর্টস/১অক্টোবর২৩/এমকে/এজে