Connect with us
ফুটবল

আর্জেন্টাইন ডিফেন্ডারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করল ইন্টার মায়ামি

মার্সেলো উইগ্যান্ড। ছবি- এএফপি

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির সবথেকে বড় তারকা লিওনেল মেসি। এবার তার স্বদেশী আরেক ডিফেন্ডারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করল মেজর লিগ সকারের এই দলটি। আর্জেন্টাইন ক্লাব আতলেটিকো বোকা জুনিয়র্স থেকে এক মৌসুমের জন্যে ধারে মার্সেলো উইগ্যান্ডকে দলে নিয়েছে ইন্টার মায়ামি।

চুক্তি অনুযায়ী প্রথম মৌসুম শেষে আরও এক বছরের জন্যে চুক্তি বাড়ানোর সুযোগ থাকছে ইন্টার মায়ামির কাছে। ২৪ বছর বয়সী উইগ্যান্ড এর আগে ২০১৯ সালে বোকা জুনিয়র্সে যোগ দেয়ার আগে খেলেছেন আর্জেন্টিনার যুব দলেও।

উইগ্যান্ডকে দলে ভিড়িয়ে ইন্টার মায়ামির প্রধান ফুটবল অফিসার এবং স্পোর্টিং ডিরেক্টর ক্রিস হেন্ডারসন বলেন, ‘আমরা ডিফেন্ডার মার্সেলো উইগ্যান্ডকে আতলেটিকো বোকা জুনিয়র্স থেকে লোনে আনতে পেরে আনন্দিত। তিনি একজন দক্ষ তরুণ ডিফেন্ডার যে ফিট ও অবদান রাখতে প্রস্তুত।’

ক্রিস হেন্ডারসন উইগ্যান্ডকে নিয়ে ইন্টার মায়ামিকে আরও শক্তিশালী করার কথাও জানান, ‘মার্সেলো দেশীয় এবং আন্তর্জাতিক উভয় প্রতিযোগিতায় অভিজ্ঞতা নিয়ে এসেছেন। আমরা মনে করি তার এই সংযোজন শিরোপা প্রতিযোগিতায় আমাদের স্কোয়াডকে শক্তিশালী করতে সাহায্য করবে।’

এদিকে উইগ্যান্ড বলেন, ‘ইন্টার মিয়ামির মতো উচ্চাভিলাষী ক্লাবে যোগ দিতে পেরে আমি উত্তেজিত এবং গর্বিত। আমি আমার নতুন সতীর্থদের সাথে যোগ দেওয়ার জন্য, ক্লাবের জার্সি পরিধান করার জন্য এবং দলকে আমাদের উদ্দেশ্য অর্জনে সাহায্য করার জন্য আমার সমস্ত কিছু দেওয়ার অপেক্ষায় রয়েছি।’

সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে উইগ্যান্ড এখন পর্যন্ত ১৫ কনমেবল কোপা লিবার্তাদোরেস ম্যাচসহ মোট ৭২ ম্যাচ খেলেছেন। এছাড়া দুটি আর্জেন্টিনার প্রথম বিভাগের শিরোপা, একটি কোপা দে লা লিগা পেশাদার শিরোপা, একটি সুপারকোপা ডি আর্জেন্টিনা শিরোপা এবং একটি কোপা আর্জেন্টিনা শিরোপা জিতেছেন উইগ্যান্ড।

আরও পড়ুন: দেশের মাটিতে আম্পায়ারিং করা বেশি চাপের: শরফুদ্দৌলা

ক্রিফোস্পোর্টস/২৯মার্চ২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল