যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) মেসির ইন্টার মায়ামি সবার উপরেই ছিলো। আজ তাদের সামনে সুযোগ ছিলো প্লে-অফ নিশ্চিত করা। কিন্তু মেসি দলে না থাকায় একটু আশঙ্কা উঁকি দিয়েছিল। কিন্তু মেসিকে ছাড়াই প্লে অফের টিকিটি পেয়ে গেছে মায়ামি।
রবিবার পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাতির সাথে ২-০ গোলের ব্যবধানে জিতে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে মেসির দল। মেসিহীন এই ম্যাচের দুটি গোলই করেছেন উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজ।
ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার ৬ মিনিটের মধ্যেই ২টি গোল করে বসেন সুয়ারেজ। প্রথম গোলটি আসে এক মিনিটের মধ্যেই, বক্সের ভেতর বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে মায়ামিকে ১-০ গোলে এগিয়ে দেন সুয়ারেজ।
এই গোলের ধাক্কা সামলানোর আগেই সিনসিনাতি দ্বিতীয় গোল খেয়ে বসে যখন ম্যাচের মাত্র ৬ মিনিট। এবারও মায়ামির হয়ে গোল করেন সুয়ারেজ। মাতিয়াসের সঙ্গে বল দেওয়া নেওয়া করে বক্সে ঢুকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন উরুগুইয়ান স্ট্রাইকার।
আরও পড়ুন:
» সাকিব-মিরাজের বোলিং ঘূর্ণিতে জয়ের আশা বাংলাদেশের
» বন্যার্তদের পাশে থাকার বার্তা দিলেন পাকিস্তানি ক্রিকেটার
ম্যাচের ফলাফল বা গোল সংখ্যা না বাড়ায় মায়ামি উল্টো চাপে পড়ে যায়। ম্যাচের ৪২ মিনিটে টমাস আভিলেস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে, ম্যাচের বাকি সক্রিফোস্পোর্টস/২৫আগস্ট২৪/এএস/এজে
ময় দলটিকে ১০ জন নিয়ে খেলতে হয়েছে। সংগত কারণে গোল বাঁচানোর দিকেই বেশি মনোযোগ দিতে হয়েছে মায়ামিকে।
শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে মায়ামি। এ জয়ে ৮ ম্যাচ হাতে রেখেই প্রথম দল হিসেবে প্লে–অফ নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। ইস্টার্ন কনফারেন্সে ২৬ ম্যাচে তাদের পয়েন্ট ৫৬ লিগে প্রথম অবস্থানে তারা । লিগে দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাতির পয়েন্ট সমান সংখ্যক ম্যাচে ৪৮।
এর আগে প্রথমবারের মতো ২০২২ সালে প্লে–অফের টিকিট পেয়েছিল মায়ামি। গত বছর মেসি-বুস্কেটসদের নিয়েও শেষ পর্যন্ত প্লে–অফের লড়াইয়ে থাকতে পারেনি ফ্লোরিডার ক্লাবটি। গতবার ১৪ নম্বরে থেকে লিগ শেষ করেছিল তারা। শর্ত মোতাবেক এমএলএসের প্লে–অফের জন্য দুই কনফারেন্স (ইস্টার্ন কনফারেন্স ও ওয়েস্টার্ন কনফারেন্স) থেকে ৭টি করে দল টিকিট পাবে। আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে এবারের প্লে–অফের খেলা।
মেসির চোট এবং ফিরে আসা প্রসঙ্গে গত শুক্রবার ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনো জানান, চোটের কারণে আপাতত দলের বাইরে থাকা মেসি প্লে–অফের আগেই মাঠে ফিরবেন”।
ক্রিফোস্পোর্টস/২৫আগস্ট২৪/এএস/এজে