কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর ম্যাচে আজ ইন্টার মায়ামির হয়ে গোল পেয়েছেন লিওনেল মেসি। তবে এরপরও পিছিয়ে থাকা ম্যাচে যোগ করা সময়ে গিয়ে সুয়ারেজের গোল থেকে সমতায় ফেরে ইন্টার মায়ামি। শেষ পর্যন্ত রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগের খেলায় ন্যাশভিলের সঙ্গে ২-২ গলে ড্র করেছে মেসির দল।
আজ শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সকালে প্রতিপক্ষের মাঠে প্রথম লেগের ম্যাচে ন্যাশভিলের বিপক্ষে খেলতে নামে ইন্টার মায়ামি। ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়েছিল ইন্টার দলটি। এই ম্যাচে ইন্টার মায়ামির হয়ে লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজের গোলে সমতায় ফিরে ম্যাচ শেষ করেছে সফরকারীরা।
এদিন ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিক ন্যাশভিল। দলকে প্রথম লিড এনে দেন জাকোব শেফেলবার্গ। সতীর্থের বাড়ানো বল বক্সের কাছে ফাঁকায় পেয়ে যান তিনি। কোন ভুল না করে প্রতিপক্ষ গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে বল জড়ান তিনি।
প্রথম আর্ধে আর কোন গোলের দেখা পায়নি কোন দল। দ্বিতীয় আর্ধের প্রথম মিনিটে ফের গোল করে দলের ব্যবধান বাড়ান শেফেলবার্গ। বক্সের বাঁ পাশের কোণা থেকে দুর্দান্ত একটি জোরালো শটে দূরের গোল পোস্ট খুঁজে নেন তিনি। দুই গোলে পিছিয়ে পড়া ম্যাচে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ইন্টার মায়ামি।
মায়ামিকে বেশিক্ষণ অবশ্য অপেক্ষা করতে হয়নি। এর ছয় মিনিট বাদেই একটি গোল শোধ দেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বক্সের বাইরে সুয়ারেজের পাস থেকে বল পেয়ে দারুন ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন তিনি। ম্যাচে ব্যবধান কমিয়ে সমতায় ফিরতে একের পর এক আক্রমণ চালায় মায়ামি।
তবে ম্যাচের ৮৩তম মিনিটে ব্যবধান প্রায় বাড়িয়ে নিয়েছিল ন্যাশভিল। বক্সের মধ্যে ঢুকে পড়ে দুর্দান্ত একটি গোল করেছিলেন মোর। তবে তার গোলটি শেষ পর্যন্ত বাতিল হয় অফ সাইডে। তা নাহলে তখনই শেষ হতে পারতো ইন্টার মায়ামির ম্যাচে ফেরার আশা।
এদিকে ম্যাচে যোগ করা সময়ের শেষ দিকে গিয়ে গোল করে ইন্টার মায়ামিকে ম্যাচে ফেরান সুয়ারেজ। সতীর্থের ক্রস থেকে দারুন একটি হেড করে বল জড়ান জালে। এতে শেষ পর্যন্ত ২-২ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছাড়ে উভয় দল। আগামী বৃহস্পতিবার (১৪ মার্চ) ঘরের মাঠে দ্বিতীয় লেগের খেলায় ন্যাশভিলের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি।
আরও পড়ুন: কনকাকাফ কাপের ফাইনালে ব্রাজিল
ক্রিফোস্পোর্টস/৮মার্চ২৪/এফএএস