Connect with us
ফুটবল

৮ গোলের ম্যাচ শেষে মেসিরা জিতলো টাইব্রেকারে

MIAMI MESSI DALLAS
গোলের পর এভাবেই সতীর্থদের সাথে উল্লাসে মাতেন মেসি (ছবি- ডালাস মর্নিং নিউজ)

এফসি ডালাস ৪-২ ইন্টার মায়ামি! এমন সমীকরণ থেকে ম্যাচের ৮৫ মিনিটে জোড়া গোল পূর্ণ করে ৪-৪ গোলে ইন্টার মায়ামিকে সমতায় এনে ম্যাচটিকে ট্রাইবেকারে নিয়ে যায় বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আর সেই টাইব্রেকারে দলের জয় নিশ্চিত হয়।

সোমবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টায় যুক্তরাষ্ট্রের লিগস কাপের শেষ ষোলোয় মুখোমুখি হয় ইন্টার মায়ামি ও এফসি ডালাস। ম্যাচে জোড়া গোল করে, টানা তিন ম্যাচে ক্লাবটির হয়ে জোড়া গোলের মাইলফলক স্পর্শ করেছেন এলএমটেন।

ম্যাচের শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায় দুদলের মধ্যে। কিন্তু খেলার মাত্র ৬ মিনিটেই মেসির গোলে এগিয়ে যায় মায়ামি। মেসির শটে এফসি ডালাসের জালে চলে যায় বল। মুহূর্তেই কেপে উঠে পুরো স্টেডিয়াম। তবে ম্যাচের ৩৭ মিনিটে ডালাসের মিডফিল্ডার ফ্যাকুন্ডো কুইগননের গোলে ১-১ সমতা ফেরে বিপক্ষ দল ডালাস।

৪৫ মিনিটে গোলের সামনে বল পেয়ে সফল কিক নেন কামুঙ্গো। তাতেই বিরতির আগে ২-১ গোলে এগিয়ে যায় ডালাস। বিরতির পরে মাঠে নেমে ৬৩ মিনিটে ডালাসের ভেলাস্কোর গোলে আবারও এগিয়ে যায় ডালাস। ঠিক ২ মিনিট পরেই জর্ডি আলবার এসিস্টে মায়ামির হয়ে দ্বিতীয় গোল করেন বেনজামিন ক্রিমাসচি।

তবে ৬৭ মিনিটে ভুলক্রমে নিজেদের জালেই গোল দিয়ে দেন মায়ামি খেলোয়াড় রবার্ট ট্রেইলর। খেলার ৮০ মিনিটে নিজেদের জালে গোল দিয়ে মায়ামিকে এগিয়ে দেন ডালাস ডিফেন্ডার মার্কো ফার্ফান। ৪-৩ গোলে তখনো পিছিয়ে মেসির মায়ামি।

ঠিক কিছু সময় পরেই, ম্যাচের ৮৫ মিনিটে ডিবক্সের বাহিরে ফ্রি-কিক পায় মায়ামি। ফ্রি-কিক পেয়েই চিরচেনা বা পায়ের শটে গোলবারের ডান দিক দিয়ে জালে জড়ায় মেসির শট নেয়া বল। বাকি সময়ে আর গোল না হওয়ায় ম্যাচ গড়ায় ট্রাইবেকারে।

ট্রাইবেকারে, মায়ামির হয়ে প্রথম শট নেয়া মেসির বল খুব সহজেই খুঁজে নেয় প্রতিপক্ষের জাল। ট্রাইবেকারের প্রথম তিনটি শট জালে জড়ালেও চতুর্থ শটটি মিস করে বসেন ডালাসের খেলোয়াড় প্যাক্সটন পমিক্যাল। বাম পা দিয়ে শট করা বলটি চলে যায় গোলবারের উপর দিয়ে। তখন ম্যাচের ট্রাইব্রেকার স্কোর দাঁড়ায় মায়ামি ২-১ এফসি ডালাস।

পরবর্তীতে মেসির দল মায়ামি কোন গোল মিস না করায় ৯তম শটে গোল দিয়েই ৫-৩এ মায়ামির জয় নিশ্চিত করে বেনজামিন ক্রিমাসচি।

ফলশ্রুতিতে, লিগস কাপের শেষ আটে উঠে গেলো মেসির দল ইন্টার মায়ামি। একই সাথে মেসির প্রথম অ্যাওয়ে ম্যাচেও জয় পেলো দলটি। মায়ামির জার্সিতে ৪ ম্যাচে মেসির গোল সংখ্যা দাড়ালো ৭!

আরও পড়ুন: চোখের জলে বিশ্বকাপ থেকে বিদায় নিলো চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র

ক্রিফোস্পোর্টস/৭আগস্ট২৩/এজে/এমএইচ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল