Connect with us
অন্যান্য

ছোট্ট নীড়ের বড় রেকর্ড, বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার

Manan Reza Neer
মনন রেজা নীড়, ১৪ বছরেই সাফল্য

মনন রেজা নীড়, বয়স সবে ১৪ কোটার পেরিয়েছে। ছোট্ট এই নীড়ের খ্যাতির পালকে যুক্ত হয়েছে আন্তর্জাতিক সাফল্য। দাবা খেলায় তার রেকর্ড হয়েছে বড় বড়। গত জুলাইয়ে ১৪ বছর বয়সে হয়েছিলেন জাতীয় চ্যাম্পিয়ন। খুব ইচ্ছা ছিল আন্তর্জাতিক রেকর্ড গড়বেন ছোট বয়সেই। ইচ্ছাপূরণ হয়েছে নীড়ের।

ফিদে মাস্টার থেকে আন্তর্জাতিক মাস্টার হয়েছেন নারায়ণগঞ্জের কিশোর এ দাবাড়ুর। আর এই আন্তজার্তিক মাস্টার হওয়ার পথে নীড় ভেঙেছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের রেকর্ড। নিয়াজকে পেছনে ফেলে নীড় এখন সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার।

তথ্য সূত্র বলছে, ১৯৬৬ সালের ১৩ মে জন্ম দাবাড়ু নিয়াজের। শারজাহতে এশিয়ান জোনাল খেলে নিয়াজ আন্তর্জাতিক মাস্টার হন ১৯৮১ সালের ১৩ অক্টোবর। ১৫ বছর ৫ মাসে তিনি আইএম হন। ফিদের সার্টিফিকেট পান ১৯৮২ সালে।

আরও পড়ুন:

» হামজাকে নিয়ে নতুন দুঃসংবাদ পেল বাংলাদেশ

» চার মাস ধরে বেতন পাচ্ছেন না বাবর-রিজওয়ানরা

অন্যদিকে নীড়ের জন্ম ২০১০ সালের ১৮ জুন। তার বয়স ১৪ বছর ৩ মাস। সে হিসেবে নিয়াজের এক বছর আগেই আন্তর্জাতিক মাস্টার বনে গেছেন নীড়। তিনিই এখন দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার।

দাবার নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক মাস্টার হতে ২৪০০ রেটিং ও তিনটি নর্ম প্রয়োজন। নীড়ের রেটিং ২৪০০ ছাড়িয়েছে। আর হাঙ্গেরিতে চলমান গ্র্যান্ডমাস্টার প্রতিযোগিতায় শুক্রবার ৮ খেলায় ৬ পয়েন্ট পাওয়ায় তৃতীয় ও শেষ আন্তর্জাতিক নর্মটিও হয়েছে নীড়ের। তাই আনুষ্ঠানিক খেতাব পেতে তাকে অপেক্ষা করতে হবে না।

গতকাল অষ্টম রাউন্ডে ভারতের আন্তর্জাতিক মাস্টার পান্ডা সুমিতকে হারিয়েছে দাবায় বাংলাদেশের এ বিস্ময়বালক। শনিবার হাঙ্গেরির পেজেস্তোস ব্লাজাসের বিপক্ষে জয় পেলে নীড়ের প্রথম গ্র্যান্ডমাস্টার নর্মও হয়ে যাবে।

এদিকে নীড় বাংলাদেশের পঞ্চম আন্তর্জাতিক মাস্টার। এর আগে আরও চারজন এই মাইলফলক স্পর্শ করেছেন। তারা হলেন জিল্লুর রহমান, আবু সুফিয়ান, মিনহাজ উদ্দিন, ফাহাদ রহমান।

ক্রিফোস্পোর্টস/০৫অক্টোবর২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য