Connect with us
ক্রিকেট

আইপিএল-২০২৪ : সম্ভাব্য সময় জানিয়ে দিলো বিসিসিআই

IPL and BCCI
২০২৪ আইপিএলের সম্ভাব্য সময় জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ছবি- সংগৃহীত

ক্রিকেট বিশ্বে বর্তমানে চলছে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর জোয়ার। এর মধ্যে বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। উন্নত সম্প্রচার, ভারতীয় ক্রিকেটারসহ গোটা বিশ্বের জনপ্রিয় সব তারকা ক্রিকেটারদের পসরা, ভালো উইকেটে খেলা, গ্যালারি ভর্তি দর্শক সব মিলিয়ে আইপিএলের দর্শক প্রিয়তা এবং উন্মাদনা অন্য যে কোন ফ্র্যাঞ্চাইজি লিগের চেয়ে বেশি। 

অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে আসন্ন ২০২৪ আইপিএলের সম্ভাব্য সময় জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ।

আসন্ন আসরকে সামনে রেখে আগামী ১৯ ডিসেম্বর ছোট পরিসরে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। এই নিলামে দলগুলো মোট ৭০ জন ক্রিকেটারকে কিনতে পারবে যাদের মধ্যে ৩০ জন বিদেশি ক্রিকেটার থাকবে। আইপিএলের ইতিহাসে প্রথমবারের মত এবারের নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের বাইরে। এবারের মিনি নিলাম অনুষ্ঠিত হবে দুবাইয়ে।

IPL

আইপিএল ২০২৪। ছবি- সংগৃহীত

বিসিসিআই সচিব জয় শাহ বলেন, ‘আগামী বছর মার্চের শেষের দিকে শুরু হয়ে মে মাসের শেষ নাগাদ বা জুন মাসের শুরুর দিকে শেষ হবে আইপিএল। আর নারী আইপিএল শুরু হবে আগামী ফেব্রুয়ারিতে।

আইপিএল-২০২৪ : সম্ভাব্য সময়

শুরুর সময় (সম্ভাব্য)শেষের সময় (সম্ভাব্য)
২০২৪ সালের মার্চের শেষের দিকে পর্দা উঠবে।২০২৪ সালের মে মাসের শেষ নাগাদ বা জুন মাসের শুরুর দিকে পর্দা নামবে।

মূলত আগামী মার্চ-এপ্রিল মাসে ভারতে লোকসভার নির্বাচনের কারণে তার আগেই নারীদের আইপিএল শেষ করতে বিসিসিআইয়ের এত তোরজোড়। এরপর মার্চের শেষ সপ্তাহে পুরুষদের আইপিএল শুরু করতে চায় কর্তৃপক্ষ।

আরও পড়ুন : অদ্ভূত কারণে পরিত্যাক্ত হলো বিগ ব্যাশের ম্যাচ

ক্রিফোস্পোর্টস/১১ডিসেম্বর২৩/এমএস/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট