টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেও থেমে নেই ক্রিকেট৷ বিশ্বের বিভিন্ন প্রান্তে চলছে ফ্রাঞ্চাইজি ক্রিকেট। গত ১ জুলাই মাঠে গড়িয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএলের) পঞ্চম আসরের লড়াই। চলমান এই টুর্নামেন্টে শ্রীলঙ্কার বিভিন্ন শহরের পাঁচটি দল প্রতিদ্বন্দ্বিতা করছে ৷
প্রথম বারের মতো লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছে চার বাংলাদেশি৷ এর মধ্যে ডাম্বুলা সিক্সার্সের হয়ে মাঠ মাতাচ্ছেন মুস্তাফিজুর রহমান ও তাওহীদ হৃদয়। কলম্বো স্ট্রাইকার্সের জার্সিতে অভিষেকের অপেক্ষায় রয়েছে তাসকিন আহমেদ৷ অন্যদিকে শেষ মুহূর্তে শরিফুল ইসলামকে দলে ভিড়িয়েছে ক্যান্ডি ফ্যালকন্স৷
এছাড়া, প্রতি দলেই রয়েছে দেশি-বিদেশি তারকাদের ছড়াছড়ি। ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, ইংল্যান্ড, আফগানিস্তানসহ প্রায় সব দলের ক্রিকেটারদের অংশগ্রহণ লঙ্কান লিগে৷
আরও পড়ুন:
» এলপিএল ২০২৪ : কে কোন দলে খেলছেন?
» দক্ষিণ আফ্রিকাকে কেন ‘চোকার্স’ বলা হতো, যেভাবে মুছল বদনাম
পাঁচ দলের গ্রুপে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে একে অপরের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে৷ এরপর গ্রুপ পর্ব শেষ হবে ১৬ জুলাই। গ্রপপর্ব থেকে বাদ যাবে একটি দল৷ গ্রুপপর্ব শেষে বাকি চার দল নিয়ে প্রথম কোয়ালিফায়ার ১৮ জুলাই ও দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে ২১ জুলাই৷ এর মাঝে ২০ জুলাই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের এলিমিনেটর ম্যাচ।
২১ জুলাই ফাইনালের মাধ্যমে জানা যাবে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের নাম। ফাইনালের দিন কোনো কারণে বৃষ্টিতে ভেস্তে গেলে পরেরদিন তথা ২২ জুলাই রাখা হয়েছে রিজার্ভ ডে।
এক নজরে এলপিএলের সময়সূচি:
তারিখ | ম্যাচ |
৬ জুলাই | গল মারভেলস-জাফনা কিংস |
৬ জুলাই | ক্যান্ডি ফ্যালকনস-কলম্বো স্ট্রাইকার্স |
৭ জুলাই | ডাম্বুলা সিক্সার্স-জাফনা কিংস |
৭ জুলাই | গল মারভেলস-ক্যান্ডি ফ্যালকনস |
৮ জুলাই | কলম্বো স্ট্রাইকার্স-ডাম্বলা সিক্সার্স |
৮ জুলাই | ক্যান্ডি ফ্যালকনস-জাফনা কিংস |
১০ জুলাই | ডাম্বুলা সিক্সার্স-গল মারভেলস |
১০ জুলাই | কলম্বো স্ট্রাইকার্স-জাফনা কিংস |
১১ জুলাই | গল মারভেলস-ক্যান্ডি ফ্যালকনস |
১৪ জুলাই | জাফনা কিংস-ক্যান্ডি ফ্যালকনস |
১৪ জুলাই | ডাম্বুলা সিক্সার্স-গল মারভেলস |
১৫ জুলাই | কলম্বো স্ট্রাইকার্স-জাফনা কিংস |
১৫ জুলাই | ক্যান্ডি ফ্যালকনস-ডাম্বুলা সিক্সার্স |
১৬ জুলাই | কলম্বো স্ট্রাইকার্স-গল মারভেলস |
১৭ জুলাই | ডাম্বুলা সিক্সার্স-কলম্বো স্ট্রাইকার্স |
১৮ জুলাই | কোয়ালিফায়ার-১ |
১৯ জুলাই | এলিমিনেটর-১ |
২১ জুলাই | কোয়ালিফায়ার-২ |
২২ জুলাই | ফাইনাল |
ক্রিফোস্পোর্টস/৫জুলাই২৪/টিএইচ/বিটি