লিটনকে ছেড়ে দেওয়ার প্রবল সম্ভাবনা থাকলেও সাকিবকে তার দল কলকাতা রেখে দেবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু লিটনের সঙ্গে সাকিবকেও আসন্ন আইপিএলের নিলামের জন্য ছেড়ে দিয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
গত আসরে আইপিএলে দল পাওয়া তিন বাংলাদেশির কাউকেই আগামী আইপিএলের জন্য ধরে রাখেনি তাদের ফ্র্যাঞ্চাইজিগুলো। দিল্লি ক্যাপিটালস মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার পর এবার সাকিব আল হাসান ও লিটন দাসকেও ছেড়ে দিল আইপিএলে দুবারের শিরোপা জয়ী দলটি।
গত আসরে সাকিব দল পেলেও আগেই জানিয়েছিলেন, ব্যক্তিগত কারণে সেবার তিনি খেলতে পারবেন না। তবে আরেক ক্রিকেটার লিটন দাস ঠিকই আইপিএল খেলতে গিয়েছিলেন। তবে মাত্র এক ম্যাচে সুযোগ পাওয়া লিটন রান করেছিলেন মোটে ৪।
সাকিব-লিটন ছাড়াও আরও ৪ বিদেশিকে নিলামে তুলেছে কেকেআর। তারা হলেন টিম সাউদি, ডেভিড উইজা, লকি ফার্গুসন ও জনসন চার্লস। এছাড়া উমেশ যাদব, শার্দুল ঠাকুরসহ মোট ৬ জন দেশি ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এই ১২ জনকে আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠেয় নিলামে তোলা হবে।
আরও পড়ুন: ‘আমাদের ছেড়ে যাবেন না’ স্কালোনিকে ফেরাতে সমর্থকদের অনুরোধ
ক্রিফোস্পোর্টস/২৬নভেম্বর২৩/এমএস/এসএ