Connect with us
ক্রিকেট

আইপিএল-২০২৪ : সর্বোচ্চ দাম পাওয়া সেরা দশ ক্রিকেটার

IPL 2024 Top Rated Players
এবারের নিলামে চড়া মূল্য পেয়েছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও ড্যারিল মিচেল। ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল নিলাম আইপিএল-২০২৪। গত কয়েক বছরের রেকর্ড মূল্য ভেঙে চক্ষু চড়কগাছ হওয়ার মত টাকার অঙ্ক দেখা গেছে এবারের নিলামে। নানা চমকে ঠাসা এবারের নিলামে চড়া মূল্য পেয়েছেন অজি ক্রিকেটার মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। সর্বোচ্চ দাম পাওয়া সেরা দশ ক্রিকেটারের মধ্যে শীর্ষে দুই অস্ট্রেলিয়ান। 

সানরাইজার্স হায়াদারবাদ প্যাট কামিন্সকে রেকর্ড ২০ কোটিতে কেনার কয়েক মুহূর্তের মধ্যেই বদলে যায় দামী খেলোয়াড়ের তকমা। এরপর আইপিএলের মঞ্চে স্বদেশী মিচেল স্টার্ককে সর্বোচ্চ দামী ক্রিকেটারের তকমা দেয় কলকাতা নাইট রাইডার্স। সেই সঙ্গে ড্যারিল মিচেল, হর্ষল প্যাটেল, আলজারি জোসেফরাও কম যাননি। একইসঙ্গে অনঅভিষিক্তরাও বরাবরের মতো নজর কেড়েছেন।

আইপিএল-২০২৪—সর্বোচ্চ দাম পাওয়া সেরা দশ ক্রিকেটার

মিচেল স্টার্ক

আসন্ন আইপিএলে সবাইকে চমকে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল নিলাম ইতিহাসে সর্বোচ্চ ২৪.৭৫ কোটি রুপিতে মিচেল স্টার্ককে দলে ভিড়িয়েছে দুবারের চ্যাম্পিয়নরা। জাতীয় দলের হয়ে অ্যাশেজ ও বিশ্বকাপে মনযোগ দিতে নিজেকে দীর্ঘদিনের জন্য ফ্রাঞ্জাইজি ক্রিকেট থেকে সরিয়ে রেখেছিলেন স্টার্ক৷ সর্বশেষ ২০১৬ সালে রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে আইপিএল খেলেছিলেন মিচেল স্টার্ক। দীর্ঘ ৮ বছর পর আইপিএলে নিজের প্রত্যাবর্তন এমন রাজকীয় হবে, হয়তো তা ভাবেননি স্বয়ং স্টার্ক৷ এখন পর্যন্ত আইপিএলে ২৭ ম্যাচে ৩৪ উইকেট তুলেছেন এই অজি পেসার৷

আরও পড়ুন:

» আইপিএলে প্রতি বলের জন্য কত টাকা পাবেন মিচেল স্টার্ক? 

»  দীর্ঘ ৮ বছর পর আইপিএলে ফেরার অনুভূতি জানালেন মিচেল স্টার্ক

প্যাট কামিন্স

২০২৩ সালটা দুর্দান্ত কেটেছে প্যাট কামিন্সের৷ অজিদের সামনে থেকে নেতৃত্ব দিয়ে জিতেছেন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ, অ্যাশেজ ও সর্বশেষ ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। তাতে ডানহাতি এই পেসারকে নিয়ে আইপিএলের নিলামে যে কাড়াকাড়ি হবে তা অনুমেয় ছিল। তবে সেটা যে মাত্রায় পৌঁছল তাতে হতবাক হয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামী ক্রিকেটার হিসেবে ২০.৫০ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দারবাদ৷
আইপিএলের মঞ্চে এখন পর্যন্ত ৪২ ম্যাচে ৪৫টি উইকেট তুলেছেন কামিন্স। সেইসঙ্গে তাঁর ঝুলিতে রয়েছে ৩৫৯ রান। আসন্ন আইপিএলে প্যাট কামিন্স ও এইডেন মার্কারামের মধ্যে কাকে অধিনায়কত্ব করা হবে, তা নিয়ে বিড়ম্বনা পড়তে হতে পারে সানরাইজার্স ম্যানেজমেন্টকে।

ড্যারিল মিচেল

২০২৩ বিশ্বকাপে দুর্দান্ত সময় কাটিয়েছেন ড্যারিল মিচেল। নিউজিল্যান্ডকে সেমিফাইনালে নিয়ে যাওয়ার নেপথ্যের অন্যতম নায়ক ছিলেন মিচেল৷ বিশ্বকাপে রান সংগ্রাহকের তালিকায় চতুর্থ ব্যাটার হিসেবে ব্যাট হাতে ৬৯ গড়ে করেন ৫৫২ রান৷ বিশ্বকাপ চলাকালীন মিডল অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে মনযোগ কেড়েছে ড্যারিল মিচেল।

তাতেই এবারের নিলামে ১৪ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে আইপিএলের সবচেয়ে সফলতম দল চেন্নাই সুপার কিংস। এখন পর্যন্ত আইপিএলে মাত্র ২ ম্যাচ খেলার সুযোগ হয়েছে ড্যারিল মিচেলের৷ তবে ভালো সময় কাটেনি তার৷ রাজস্থান রয়্যালসের হয়ে ২ ম্যাচে করেছেন মাত্র ৩৩ রান৷

হর্ষল প্যাটেল

Harshal Patel

হর্ষল প্যাটেল। ছবি- সংগৃহীত

আইপিএল আঙিনায় সুপরিচিত নাম হর্ষল প্যাটেল৷ এবারের আইপিএলের নিলামে একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ দাম পেয়েছেন হর্ষল পটেল। তাকে ১১.৭৫ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। নিজের ক্যারিয়ারের বেশিরভাগ সময় কেটেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে৷ ২০২১ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ উইকেট তুলেছিলেন হর্ষল পটেল। এবার তাকেই এবার রেকর্ড দামে দলে নিল পাঞ্জাব কিংস। এখন পর্যন্ত আইপিএলে ৯২ ম্যাচে ১১১ উইকেট তুলেছেন প্যাটেল।

আলজারি জোসেফ

Alzarri Joseph

আলজারি জোসেফ। ছবি- সংগৃহীত

আইপিএলের ইতিহাসের এখন পর্যন্ত সেরা বোলিং ফিগার আলজারি জোসেফের দখলে রয়েছে। ২০১৯ আইপিএলে মুম্বাই ইন্ডিয়াসের হয়ে সানরাইজার্স হায়দারবাদের বিপক্ষে ১২ রান খরচায় তুলেছিলেন ৬ উইকেট৷ এখন পর্যন্ত এটাই আইপিএলের সেরা বোলিং ফিগার৷ সর্বশেষ দুই মৌসুমে আলজারি জোসফ খেলেছেন গুজরাট টাইটান্সের হয়ে৷ তবে এবারের মৌসুমে তাকে ছেড়ে দিয়েছে গুজরাট৷

অন্যদিকে মোহাম্মদ সিরাজকে সঙ্গ দিতে পারবে এমন একজন পেসারকে খুঁজছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এতেই কপাল খুলে যায় জোসেফের৷ ১১.৫০ কোটি রুপিতে তাকে দলে ভেড়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও এখন পর্যন্ত আইপিএলে খুব একটা আলো ছড়াতে পারেননি জোসফ৷ ১৯ ম্যাচে ৯ ইকোনমিতে উইকেট তুলেছেন ২০টি।

স্পেন্সার জনসন

Spencer Johnson

স্পেন্সার জনসন। ছবি- সংগৃহীত

ফ্রাজাইজি ক্রিকেটে পরিচিত নাম বাহাঁতি অজি পেসার স্পেন্সার জনসন৷ ক্যারিবীয় টি-টোয়েন্টি লিগ থেকে শুরু করে বিগ ব্যাশ ও দি হান্ডেড ক্রিকেট লীগেও খেলেছেন স্পেন্সার জনসন। সর্বশেষ এবারের আইপিএলের নিলাম ১০ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে গুজরাট টাইটান্স৷

স্টার্ক, কামিন্সের চেয়ে তুলনামূলক অখ্যাত হলেও ইনিংসের শুরুর দিকে প্রতিপক্ষের ব্যাটারদের জন্য হুমকি হতে পারেন জনসন। একই সঙ্গে পুরনো বলেও দারুণ কার্যকরী হতে পারেন জনসন। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২১ ম্যাচে ৭.৯৫ ইকোনমিতে উইকেট ১৮টি৷

সামীর রিজভি

এবারের নিলামে একমাত্র ভারতীয় অনঅভিষিক্ত খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি দামের তকমা পেয়েছেন সামীর রিজভি৷ ২০ লক্ষ ভিত্তিমূল্যের এ ক্রিকেটারকে নিয়ে রীতিমতো কাড়াজাড়ি করেছে চেন্নাই সুপার কিংস, গুজরাট টাইটান্স ও দিল্লী ক্যাপিট্যালস। শেষ পর্যন্ত ৮.৪০ কোটি টাকায় তাকে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস।

ভারতের ঘরোয়া ক্রিকেটে সামীরকে ডান হাতি সুরেশ রায়নাও বলা হয়। সুরেশ রায়নার মতো স্পিনটাও দারুণ খেলেন সামীর৷ সৈয়দ মুশতাক আলী ট্রফির সর্বশেষ আসরে সর্বোচ্চ ছক্কা হাঁকানোদের একজন ছিলেন সামীর, আবার উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগের এক আসরে সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি এসেছে তাঁর ব্যাট থেকেই। সুতরাং এবারের আইপিএলে এক বিস্ফোরক চরিত্র হতে পারেন সামির রিজভী৷

রাইলি রুশো

এবারের নিলামে কাড়াকাড়ি হওয়ার মতো নাম ছিলেন রাইলি রুশো৷ তার দিকে ঝোঁক ছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টের। তবে অবিশ্বাস্যভাবে নিলামের প্রথম রাউন্ডে অবিক্রিত থেকে যান রুশো৷ তবে দ্বিতীয় রাউন্ডে তাকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি পাঞ্জাব কিংস ও দিল্লী ক্যাপিটালস। শেষমেশ ৮ কোটি রুপিতে তাকে দলে ভেড়ায় পাঞ্জাব। এখন পর্যন্ত আইপিএলে ১৪ ম্যাচে ১৩৬ স্ট্রাইক রেটে ২৬২ রান করেন রুশো৷

শাহরুখ খান

তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ দাম পেয়েছেন শাহরুখ খান৷ গত তিন আসরে পাঞ্জাব কিংসের হয়ে খেললেও এবারের নিলামে ৭ কোটি ৪ লক্ষ রুপিতে তাকে দলে ভেড়ায় গুজরাট টাইটান্স৷ হার্দিক পান্ডিয়ার অনুপস্থতিতে গুজরাটের মিডল অর্ডারের অন্যতম ভরসার নাম হতে পারেন তামিলনাড়ুর এই ক্রিকেটার। এখন পর্যন্ত শাহরুখ খান আইপিএলে ৩৩ ম্যাচে ১৩৪ স্ট্রাইকরেটে করেন ৪২৬ রান।

রোভম্যান পাওয়েল

টি-টোয়েন্টি ক্রিকেটে ক্লিন-হিটারদের মধ্যে একজন রোভম্যান পাওয়েল৷ মিডল-অর্ডারে ব্যাট হাতে নেমে ঝড়ো ইনিংস খেলার জন্য পরিচিত এই ক্যারীবিয়ান বিগ হিটার৷ এবারের নিলামের টেবিলে তাকে নিয়ে জোর লড়াই চলে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে৷ শেষমেশ ৭ কোটি ৪০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস।

স্পিনের বিপক্ষে পাওয়েলের দুর্বলতা থাকলেও বিগ হিটার হিসেবে তিনি নিজেকে এখনো ধরে রেখেছেন৷ দেশের হয়ে টি-টোয়েন্টিতে ৬৬টি ম্যাচে ১৪৩.২৭ স্ট্রাইক রেটে করেছেন ১২০২ রান। ঝুলিতে রয়েছে ৫টি উইকেট। আইপিএলেও পাওয়েলের ব্যাট মন্দ নয়। ১৫ ইনিংসে ১৪৭ গড়ে করেছেন ২৫৭ রান৷

সর্বোচ্চ দাম পাওয়া সেরা এই দশ ক্রিকেটার আইপিএল-২০২৪ এর মাঠ মাতাবেন।

আরও পড়ুন:

» আইপিএল-২০২৪ : রেকর্ড গড়া নিলাম শেষে কে কোন দলে?

» পাঁচ ভারতীয় ক্রিকেটার: আইপিএলে যাদের ক্ষতি কোটি টাকার বেশি

» আইপিএলে দল পাননি যেসব তারকা ক্রিকেটার

»  এবার আইসিসির নিয়মই পাল্টে দিলো আইপিএল

» আইপিএল নিলামে ২৩০ কোটি রুপি আদান-প্রদান

» আইপিএল নিলামে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান

ক্রিফোস্পোর্টস/২৫ডিসেম্বর২৩/টিএইচ/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট