Connect with us
ক্রিকেট

আইপিএল ২০২৪ : ট্রেডিং উইন্ডো, নিলাম নিয়ে যা জানা গেল

আইপিএল ২০২৪ নিলাম
আইপিএল ২০২৪। ছবি- গুগল

বিশ্বকাপের দামামা শেষে এবার ভারতের ক্রিকেট পাড়া মেতেছে আইপিএল উন্মাদনায়। বিশ্বে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম বড় এই আসরটি ঘিরে এবার শুরু হয়ে গেছে জোর প্রস্তুতি। আইপিএল ২০২৪ সামনে রেখে ট্রেডিং উইন্ডো ও নিলাম নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোকে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

বিসিসিআই সূত্রের খবর অনুযায়ী, চলতি মাসের ২৬ তারিখের মধ্যেই ক্রিকেটারদের রিলিজ ও রিটেইন এর সব কাজ সম্পন্ন করতে হবে।

জানা গেছে, চলতি বছরের ১৯ ডিসেম্বর আমিরাতের দুবাইয়ে বসবে আইপিএল ২০২৪ এর মিনি নিলাম। মূলত বছরের শেষ দিকে ভারতে বিয়ের মৌসুম হওয়ায় হোটেল পেতে বেগ পেতে হবে চিন্তা মাথায় রেখেই দুবাইয়ের পথে হেটেছে বিসিসিআই।

এদিকে আইপিএল ২০২৪ এ এবার মোট দশ দলের কাছে একশো কোটি টাকা বাজেট দেওয়া হয়েছে। গতবার এই বাজেট ছিল ৯৫ কোটি। অপরদিকে নিলাম প্রক্রিয়া শুরু করার আগে দলগুলোকে খেলোয়াড় বিনিময় করতে ট্রেড উইন্ডোর সময় ২৬ নভেম্বর পর্যন্ত বেধে দিয়েছে বিসিসিআই।

আইপিএল ট্রেড উইন্ডো কী? 

১। ফ্র্যাঞ্চাইজিগুলো ট্রেড উইন্ডোতে নিজেদের প্লেয়ারদের অদলবদল করতে পারে।
২। অদলবদলে চূড়ান্ত অনুমোদন আইপিএল গভর্নিং কাউন্সিলের ওপর নির্ভর করে।
৩। কোনো ক্রিকেটারের প্রতি একাধিক ফ্র্যাঞ্চাইজির আগ্রহ থাকলে, যে ফ্র্যাঞ্চাইজি বিক্রি করবে তারা কার কাছে বিক্রি করবে সে দল নির্বাচন করার ক্ষমতা রাখে।
৪. যে কোনো ট্রেডিং বা অদলবদল কার্যক্রমের আগে ক্রিকেটারের সম্মতি বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া আইকন প্লেয়ারদের ট্রেড করা যাবে না।

আইপিএল ২০২৪ সামনে রেখে এ পর্যন্ত লেনদেন করা প্লেয়ারদের মধ্যে যারা আছেন:

১। রোমারিও শেফার্ড ৫০ লাখ রুপিতে লখনউ সুপার জায়ান্টস থেকে মুম্বাই ইন্ডিয়ান্সে।
২। দেবদত্ত পাডিক্কল ৭.৫ কোটি রুপিতে রাজস্থান রয়্যালস থেকে লখনউ সুপার জায়ান্টে।

৩। আভেশ খান ১০ কোটি রুপিতে লখনউ সুপার জায়ান্টস থেকে রাজস্থান রয়্যালসে। এছাড়াও এই উইন্ডোতে হার্দিক পান্ডিয়া ফিরতে পারেন মুম্বাই ইন্ডিয়ান্সএ।

আরও পড়ুন: স্ত্রীকে নিয়ে আবারও প্রধানমন্ত্রীর কাছে তামিম, দিলেন স্ট্যাটাস

ক্রিফোস্পোর্টস/২৪নভেম্বর২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট