Connect with us
ক্রিকেট

আইপিএল ২০২৪: কোন দলের অধিনায়ক কে?

IPL 2024_ All Teams Captain
চলতি মাসেই মাঠে গড়াবে আইপিএলের ১৭তম আসর। ছবি- সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে আইপিএলের ১৭তম আসর৷ নামে-ভারে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এই ফ্রাঞ্জাইজি লিগ চলতি মাসেই শুরু হতে যাচ্ছে৷ আগামী ২২ মার্চ ব্যাটে-বলে ধুন্ধুমার লড়াই শুরু হচ্ছে৷ প্রথম ম্যাচে আইপিএলের সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্সের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের আইপিএল। আইপিএল ২০২৪: কোন দলের অধিনায়ক কে?—এক নজরে দেখে নেওয়া যাক; 

চেন্নাই সুপার কিংস

আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছিলেন মহেন্দ্র সিং ধোনি৷ চেন্নাইয়ে অবশ্য ধোনি ছাড়াও সুরেশ রায়না ও রবীন্দ্র জাদেজা অধিনায়কত্ব করেছেন, তবে কেউই ধোনির মতো সফল হতে পারেনি৷ ধোনির নেতৃত্বে চেন্নাই ২৩৫ ম্যাচে জয়ের দেখা পেয়েছে ১৪২ ম্যাচ, অন্যদিকে পরাজিত হয়েছে মাত্র ৯০ ম্যাচে৷ এবারের আসরে সবাইকে চমকে দিয়ে নেতৃত্ব ছেড়ে দিয়ে নেতা তৈরির মিশনে নেমেছেন ধোনি। দলটির নতুন অধিনায়ক হয়েছেন রুতুরাজ গায়কোয়াড়।

মুম্বাই ইন্ডিয়ান্স

চেন্নাইয়ের মতো আইপিএলের অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। শুরু থেকেই দলটিতে শচীন টেন্ডুলকার, ডোয়াইন ব্রাভো, শন পলক, রিকি পন্টিং, রোহিত শর্মার মতো একাধিক নামকরা তারকা অধিনায়কত্ব করেছেন৷ শচীন টেন্ডুলকারের নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ ম্যাচে ৩২ জয় পেয়েছে। অন্যদিকে দীর্ঘসময় দলটির অধিনায়কত্ব করা রোহিত শর্মার নেতৃত্বে সর্বোচ্চ ১৬৩ ম্যাচে ৯১টি জয়ের দেখা পেয়েছে মুম্বাই৷ তবে চলতি আসরে রোহিত শর্মা আর অধিনায়ক থাকছেন না৷ চলতি আসরে দলটির অধিনায়ক হিসেবে দেখা যাবে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে৷

কলকাতা নাইট রাইডার্স

Kalkata knight riders

কলকাতা নাইট রাইডার্স। ছবি- সংগৃহীত

চলতি আসরে কলকাতা নাইট রাইডার্স-এর নেতৃত্বে থাকবেন ভারতীয় মিডল অর্ডার ব্যাটার শ্রেয়ার্স আয়ার৷ যদিও তাঁর নেতৃত্বে ১৪ ম্যাচে মাত্র ৬ জয়ের দেখা পেয়েছে দলটি৷ তবুও আয়ারের উপরই ভরসা রাখছেন কলকাতা টিম ম্যানেজমেন্ট৷ এর আগে অবশ্য দীর্ঘ সময় ধরে দলটির নেতৃত্বে ছিলেন গৌতম গাম্ভীর। তাঁর অধীনেই দলটি পেয়েছে সর্বোচ্চ সাফল্য।

সানরাইজার্স হায়দরাবাদ

অধিনায়ক হিসেবে গত বছর স্বপ্নের মতো কাটিয়েছেন প্যাট কামিন্স৷ তাঁর নেতৃত্বে অ্যাশেজ পুনরুদ্ধার, টেস্ট চ্যাম্পিয়ন ও ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় অজিরা৷ এমন একজনকে অধিনায়ক করা ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই সানরাইজার্স ম্যানেজমেন্টের৷ তাই চলতি আসরে এইডেন মার্করামের পরিবর্তের সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্বে দিবেন প্যাট কামিন্স।

গুজরাট টাইটান্স

GujaratbTitans

গুজরাট টাইটান্স। ছবি- সংগৃহীত

অভিষেক আসরেই বাজিমাত করে গুজরাট টাইটান্স। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ২০২২ সালে নিজেদের অভিষেক আসরে চ্যাম্পিয়ন হয় দলটি৷ তবে চলতি আসরে হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ায় এবার অধিনায়কত্বে নতুন মুখ দেখতে যাচ্ছে গুজরাট টাইটান্স৷ চলতি আসরে দলটির নেতৃত্বে থাকবেন শুভমান গিল।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

২০০৯, ২০১১ ও ২০১৬ সালে ফাইনাল খেললেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখনো আইপিএলে শিরোপার দেখা পায়নি। গত আসর থেকে দলটির অধিনায়কত্বে ছিলেন সাবেক প্রোটিয়া ব্যাটার ফাফ ডু প্লেসিস। চলতি আসরেও তাঁর প্রতিই আস্থা রাখতে যাচ্ছে বেঙ্গালুরু ম্যানেজমেন্ট৷

দিল্লি ক্যাপিটালস

সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত দলটির নিয়মিত অধিনায়ক ঋষভ পন্ত৷ তাঁর পরিবর্তে গত আসর থেকে দিল্লির অধিনায়কত্ব করছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। চলতি আসরেও অধিনায়কত্বের দায়িত্বে দেখা যাবে ডেভিড ওয়ার্নারকে৷

পাঞ্জাব কিংস

আইপিএলের ১২টি আসরে পাঞ্জাব কিংসের হয়ে সর্বোচ্চ ১৫ জন খেলোয়াড় অধিনায়কত্ব করেছেন৷ সর্বশেষ মায়াঙ্ক আগারওয়ালকে সরিয়ে দলটির অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় ওপেনার শেখর ধাওয়ানকে৷ চলতি আসরেও তাঁর নেতৃত্বে মাঠের ক্রিকেটে লড়বে পাঞ্জাব কিংস৷

রাজস্থান রয়্যালস

আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসের নেতৃত্বে ছিলেন কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্ন৷ এরপর রাহুল দ্রাবিড় ও আজিঙ্কা রাহানেসহ নানা সময়ে দলটির অধিনায়কত্ব করেছেন একাধিক ক্রিকেটার। সর্বশেষ সঞ্জু স্যামসনে এসে থিতু হয়েছে রাজস্থান। গত আসরের মতো চলতি আসরেও তাঁরই নেতৃত্বে খেলবে রাজস্থান রয়্যালস৷

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস

অভিষেক আসরেই আইপিএলের প্লে অফে জায়গা করে নেয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। দলটির এই সাফল্যের নেতৃত্বে ছিলেন ভারতীয় ওপেনার লোকেশ রাহুল৷ চলতি আসরেও রাহুলের উপরই ভরসা রাখতে যাচ্ছে লক্ষ্ণৌ ম্যানেজমেন্ট৷

আইপিএল ২০২৪: কোন দলের অধিনায়ক কে?—এ নিয়ে আগ্রহ ক্রিকেটে পাড়ায়। তবে শেষ মুহূর্তে মহেন্দ্র সিং ধনির নেতৃত্ব ছেড়ে দেওয়ার ঘটনা সবাইকে চমকে দিয়েছে।

আরও পড়ুন: আইপিএলে সবচেয়ে বেশি শিরোপা ঘরে তুলেছে কোন দল? 

ক্রিফোস্পোর্টস/৪মার্চ২৪/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট