২০২৫ আইপিএলের মৌসুম সামনে রেখে অনুষ্ঠিত হতে যাচ্ছে নিলাম। তবে প্রতি বছরের মতো নয়, এবার বড় পরিসরে মেগা নিলাম আয়োজিত হবে এই টুর্নামেন্টের আগে। যা মূলত তিন বছর পরপর হয়ে থাকে। যেখানে অধিক পরিমাণে ক্রিকেটার লেনদেন হয়। তাই এবার আইপিএলের নিলাম আয়োজন হবে দুই দিন ব্যাপী।
তবে এবার ভারতে নিজেদের মাটিতে নয়, বরং নিলাম আয়োজিত হবে সৌদি আরবের জেদ্দায়। যা নিয়ে সকলের আগ্রহের কোন কমতি নেই। নভেম্বরের ২৪ ও ২৫ তারিখ অনুষ্ঠিত হবে এবারের আইপিএলের মেগা নিলাম। যেখানে ১০ ফ্র্যাঞ্চাইজি কিনতে পারবে সর্বোচ্চ ২০৪ জন ক্রিকেটার। যেখানে রয়েছে ১২ বাংলাদেশি ক্রিকেটারের নাম।
আইপিএলের নিয়ম অনুযায়ী প্রতিটা দল সর্বোচ্চ ২৫ এবং সর্বনিম্ন ১৮ ক্রিকেটার নিয়ে দল গঠন করতে পারবে। অর্থাৎ সকল দল মিলিয়ে সর্বোচ্চ ২৫০ ক্রিকেটার খেলাতে পারবে এবারের আইপিএল। যার মাঝে এরই মধ্যে পছন্দের ৪৬ জন ক্রিকেটার আগের মৌসুম থেকে রিটেইন করে রেখেছে দলগুলো।
আরও পড়ুন:
» বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট ম্যাচসহ আজকের খেলা (২২ নভেম্বর ২৪)
» অ্যান্টিগা টেস্টে মিরাজের নেতৃত্বে কাল মাঠে নামছে বাংলাদেশ
আইপিএল ২০২৫-এর মেগা নিলামের জন্য নিবন্ধন করেছিলেন মোট ১৫৭৪ জন খেলোয়াড়। তবে দলগুলোর আগ্রহের ভিত্তিতে ৫৭৫ জন খেলোয়াড়ের নাম এসেছে নিলামের শর্ট লিস্টে। যার মধ্যে ৩৬৬ জন ভারতের দেশীয় এবং ২০৯ জন বিদেশি ক্রিকেটার। যেখান থেকে ১৩৪ স্পট ভারতীয় এবং বাকি ৭০ স্পট থাকছে অ-ভারতীয় ক্রিকেটারদের জন্য।
আইপিএলের মেগা নিলাম সরাসরি দেখবেন যেভাবে :
আগামী রবি এবং সোমবার উভয় দিন বিকেল সাড়ে তিনটা থেকে শুরু হবে আইপিএল ২০২৫-এর এই মেগা নিলাম। অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টসে। এছাড়া অনলাইনে জিও সিনেমা, স্পোর্টজফাই অ্যাপ, ফ্যানকোডসহ বিভিন্ন মাধ্যমে দেখা যাবে এই নিলাম আয়োজন।
ক্রিফোস্পোর্টস/২২নভেম্বর২৪/এফএএস