সদ্যই শেষ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সতেরো তম আসর। গত ২৬ মে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামের ফাইনালে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স-সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচটিকে একদম একপেশে বানিয়ে হায়দরাবাদকে ৮ উইকেট ও ৫৭ বল হাতে রেখেই হারিয়ে দেয় কেকেআর। আর এর মধ্য দিয়ে এক যুগ পর তৃতীয় বারের মত শিরোপা উঁচিয়ে ধরে শাহরুখ খানের কলকাতা।
সতেরো তম আসরের পর্দা নেমেছে মাত্র ২ দিন হলো। এর মধ্যেই ২০২৫ সালের আইপিএল নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। ২০২৪ সালের আসরের জন্য গত ডিসেম্বরে মিনি নিলাম অনুষ্ঠিত হয়েছিল বেশ ছোট পরিসরেই। তবে ২০২৫ আইপিএলের জন্য বড় আকারের নিলাম নিলাম কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছে আইপিএল কর্তৃপক্ষ। যেখানে ফ্র্যাঞ্চাইজিরা তাদের বর্তমান স্কোয়াড থেকে কম সংখ্যক নির্দিষ্ট ক্রিকেটার ধরে রাখতে পারবে।
অবশ্য প্রতি আসরে ৩ জনকে ধরে রাখতে পারলেও আগামী নিলামে এই সংখ্যা হবে ৫ জন। ২০২৫ আইপিএলের নিলাম কোথায় অনুষ্ঠিত হবে এ ব্যাপারে এখনো কোন সিদ্ধান্তে পৌঁছানো না গেলেও ধারণা করা হচ্ছে, আগামী নিলামের অনুষ্ঠান ভারতেই হবে। যদিও ইতিহাসে প্রথমবারের মত ২০২৪ আইপিএলের নিলাম ভারতের বাইরে বসেছিল।
আরও পড়ুন:
টি-টোয়েন্টিতে বাংলাদেশের ভালো না করার কারণ জানালেন শান্ত
বিসিবির ‘দ্যা গ্রিন রেড স্টোরিতে’ সব তুলে ধরলেন লিটন দাস
বাংলাদেশে আসছে শক্তিশালী অস্ট্রেলিয়া দল
এবারের মত সামনের আসরের ম্যাচগুলোও হোম-অ্যাওয়ে ম্যাচের মত করে অনুষ্ঠিত হবে। তবে এক্ষেত্রে ভিন্নতা বলতে ২০২৫ সালে সব দলই প্রতিটি দলের বিপক্ষে দু’টি করে ম্যাচ খেলবে। ২০২৪ আইপিএলে এমনটি হয়নি, সদ্য শেষ হওয়া আসরে অন্য গ্রুপের দলগুলোর বিপক্ষে একটি করে ম্যাচ খেলেছে দলগুলো। তবে দু’টি করে ম্যাচের বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি।
তবে ২০২৫ সালে ম্যাচ সংখ্যা ৭৪ থেকে ৮৪ তে উন্নীত করায় ফরম্যাটে পরিবর্তন আসবে বলেই সবার ধারণা। আর আইপিএল কর্তৃপক্ষের পরিকল্পনা ২০২৭ সালে ম্যাচ সংখ্যা ৯৪ তে নিয়ে যাওয়া। সুতরাং পরিবর্তন যে আসবেই এটা মোটামুটি নিশ্চিত করেই বলা যায়। আগামী আসরেও দলের সংখ্যা বাড়ানোর কোন চিন্তা-ভাবনা নেই। ২০২৫ আইপিএলও ১০ দল নিয়েই মাঠে গড়াবে।
২০২৫ আইপিএলের স্লটও মার্চ-মে মাসের মধ্যেই থাকবে। পাকিস্তান সুপার লিগও সেই সময়টাতেই অনুষ্ঠিত হবে কারণ বছরের ওই সময়টায় আন্তর্জাতিক ম্যাচের সংখ্যাও কম থাকে।
ক্রিফোস্পোর্টস/২৮মে২৪/এমএস/এসএ