Connect with us
ক্রিকেট

আইপিএল-২০২৫ : মেগা নিলাম শেষে কে কোন দলে?

IPL 2025
আইপিএল-২০২৫ এর মেগা নিলাম গড়েছে ইতিহাস। ছবি- ক্রিফোস্পোর্টস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ— আইপিএল-২০২৫ সামনে রেখে অনুষ্ঠিত হয়ে গেল দুদিন ব্যাপী মেগা নিলাম। দুদিন বিশ্ব ক্রিকেটের চোখ ছিল সৌদির আল-জোহর অ্যারেনায়। সৌদির মাটিতে আইপিএলের এবারের নিলাম অনেক নাটকীয়তার জন্ম দিয়েছে। রেকর্ড দামে বিক্রি হয়েছেন অনেকে ক্রিকেটার। মুদ্রার উল্টো পিঠের মতো অনেক বাঘা বাঘা ক্রিকেটার এবার দলই পাননি।

এবারের নিলাম ঘিরে নানা হিসাব-নিকাশ ও বিশ্লেষণ ছাপিয়ে ছিল মেগা অর্থের জঞ্জনানি। তবে বিদেশিদের চেয়ে এর সুফল বেশি পেয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। নিলামে ১০ দল মিলে ১৮২ ক্রিকেটারকে কিনতে খরচ করেছে ৬৩৯ কোটি ১৫ লাখ রুপি।

এদিকে এবার দল পাননি ৩৯৫ জন ক্রিকেটার। সেই তালিকায় আছেন— জনি বেয়ারস্টো, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেলদের মতো তারকা ক্রিকেটার। এছাড়া এবারের নিলাম হতাশ করেছে টাইগার সমর্থকদের। মুস্তাফিজ-রিশাদ হোসেনের নাম নিলামে উঠলেও আগ্রহ দেখায়নি কোনো দল। এছাড়া বাকিরা ডাকাই পাননি। অথচ আগের সব রেকর্ড ভেঙে এবারই সবচেয়ে বেশি (১২ জন) ক্রিকেটারকে ছাড় দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


আরও পড়ুন :

» আইপিএলে নিলামে হতাশার দিনে ক্যারিয়ার-সেরা বোলিং তাসকিনের

» ১৩ বছরেই দল পেলেন আইপিএলে, কে এই বৈভব?

» বিপিএল ২০২৫ : প্লেয়ার্স ড্রাফট শেষে কে কোন দলে


অপরদিকে আইপিএল-২০২৫ এর মেগা নিলাম গড়েছে ইতিহাস। আইপিএল ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার হয়েছেন ঋষভ পান্ত। দ্বিতীয় সর্বোচ্চ দাম হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সাবেক অধিনায়ক শ্রেয়স আয়ার। এছাড়া মাত্র ১৩ বছর বয়সে আইপিএলে দল পেয়ে নজির গড়েছে ভারতীয় ক্রিকেটার বৈভব সূর্যবংশী।

আইপিএল-২০২৫ : মেগা নিলাম শেষে কে কোন দলে?

কলকাতা নাইট রাইডার্স

KKR Kolkata Knight Riders

কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ছবি- সংগৃহীত

নিলাম- বেঙ্কটেশ আয়ার, আনরিখ নরকিয়া, কুইন্টন ডি’কক, অঙ্গকৃশ রঘুবংশী, স্পেন্সার জনসন, মইন আলি, রহমানুল্লাহ গুরবাজ, বৈভব আরোরা, রভমান পাওয়েল, উমরান মালিক, মানিশ পাণ্ডে, অনুকূল রায়, লভনীত সিসোদিয়া, মায়াঙ্ক মারকান্ডে।

রিটেনশন- রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, হার্ষিত রানা, রামানদীপ সিং।

চেন্নাই সুপার কিংস

Chennai Super Kings

চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। ছবি- সংগৃহীত

নিলাম- নুর আহমেদ, রবিচন্দ্রন অশ্বিন, ডেভন কনওয়ে, খলিল আহমেদ, রাচিন রবীন্দ্র, অংশুল কম্বোজ, রাহুল ত্রিপাঠি, স্যাম কারেন, গুরজপনীত সিং, নাথান এলিস, দীপক হুদা, জেমি ওভার্টন, বিজয় শঙ্কর, বংশ বেদী, আন্দ্রে সিদ্ধার্থ, শ্রেয়াশ গোপাল, রামকৃষ্ণ ঘোষ, কমলেশ নাগারকোটি, মুকেশ চৌধরি, শেখ রশিদ।

রিটেনশন- রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, মাথিশা পাথিরানা, শিভাম দুবে, মহেন্দ্র সিং ধোনি।

দিল্লি ক্যাপিটালস

Delhi Capitals

দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। ছবি- সংগৃহীত

নিলাম- লোকেশ রাহুল, মিচেল স্টার্ক, টি নাটরাজন, জ্যাক ফ্রেজ়ার-ম্যাকগার্ক, মুকেশ কুমার, হ্যারি ব্রুক, আশুতোষ শর্মা, মোহিত শর্মা, ফাফ ডু প্লেসি, সামির রিজভি, ডোনোভান ফেরেরা, করুণ নায়ার, বিপরাজ নিগম, মাধব তিওয়ারি, ত্রিপুরানা বিজয়, মনবান্ত কুমার, অজয় মণ্ডল, দর্শন নালকান্ডে।

রিটেনশন- অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ট্রিস্টান স্টাবস, অভিষেক পোড়েল।

গুজরাট টাইটান্স

gujrat titans

গুজরাট টাইটান্স (gujrat titans)। ছবি- সংগৃহীত

নিলাম- জস বাটলার, মোহাম্মদ সিরাজ, কাগিসো রাবাদা, প্রাসিধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, শেরফানে রাদারফোর্ড, জেরাল্ড কোয়েৎজি, গ্লেন ফিলিপস, আর সাই কিশোর, মহীপাল লোমরোর, গুরনুর সিং ব্রার, মোহাম্মদ আরশাদ খান, করিম জানাত, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, কুমার কুশাগ্র, মানব সুতার, অনুজ রাওয়াত, নিশান্ত সিন্ধু।

রিটেনশন- রশিদ খান, শুভমন গিল, সাই সুদর্শন, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া।

লখনৌ সুপার জায়ান্টস

Lucknow Supergiants

লখনৌ সুপার জায়ান্টস (Lucknow Supergiants)। ছবি- সংগৃহীত

নিলাম- ঋষভ পান্ত, আভেশ খান, আকাশ দীপ, ডেভিড মিলার, আব্দুল সামাদ, মিচেল মার্শ, শাহবাজ আহমেদ, এইডেন মার্করাম, ম্যাথু ব্রিৎজকে, শামার জোসেফ, এম সিদ্ধার্থ, আর্শিন কুলকার্নি, রাজবর্ধন হাঙ্গারগেকর, যুবরাজ চৌধুরি, প্রিন্স যাদব, আকাশ সিংহ, দিগবেশ সিংহ, হিম্মত সিংহ, আরিয়ান জুয়াল।

রিটেনশন- নিকোলাস পুরান, মায়াঙ্ক যাদব, রবি বিষ্ণোই, আয়ুষ বাদোনি, মহসিন খান।

মুম্বাই ইন্ডিয়ান্স

Mumbai Indians

মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ছবি- সংগৃহীত

নিলাম- ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, উইল জ্যাকস, নামান ধীর, আল্লাহ গজনফর, মিচেল স্যান্টনার, রায়ান রিকেলটন, লিজাড উইলিয়ামস, রিচ টপলি, রবিন মিনজ, করণ শর্মা, বিগ্নেশ পুথুর, অর্জুন টেন্ডুলকর, বিভান জন জ্যাকবস, বেঙ্কট সত্যনারায়ণ পেনমেতসা, রাজ অঙ্গদ বাওয়া, কৃষ্ণন সৃজিত, অশ্বনী কুমার।

রিটেনশন- জাসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, রোহিত শর্মা, তিলক ভার্মা।

পাঞ্জাব কিংস

Punjab Kings

পাঞ্জাব কিংস (Punjab Kings)। ছবি- সংগৃহীত

নিলাম- শ্রেয়াশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, আর্শদ্বীপ সিং, মার্কাস স্টোইনিস, মার্কো জানসেন, নেহাল ওয়াধেরা, গ্লেন ম্যাক্সওয়েল, প্রিয়াংশ আর্য্য, জশ ইংলিস, আজমাতুল্লাহ ওমরজাই, লকি ফার্গুসন, বিশাখ বিজয়কুমার, যশ ঠাকুর, হরপ্রীত ব্রার, অ্যারন হার্ডি, বিষ্ণু বিনোদ, জেভিয়ার বার্লেট, কুলদীপ সেন, প্রবীণ দুবে, পাইলা অবিনাশ, সূর্যাংশ শেড়গে, মুশির খান, হরনুর পান্নু।

রিটেনশন- শশাঙ্ক সিং, প্রভাসিমরান সিং।

রাজস্থান রয়্যালস

Rajasthan Royals ipl 2025

রাজস্থান রয়্যালস (Rajasthan Royals ipl 2025)। ছবি- সংগৃহীত

নিলাম- জফরা আর্চার, তুষার দেশপান্ডে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকসানা, নীতীশ রানা, ফজলহক ফারুকি, কোয়েনা মাফাকা, আকাশ মাধোয়াল, বৈভব সূর্যবংশী, শুভম দুবে, যুধবীর চড়ক, অশোক শর্মা, কুণাল রাঠোর, কুমার কার্তিকেয়।

রিটেনশন- যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, শিমরন হেটমেয়ার, সন্দীপ শর্মা।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

Royal Challengers Bangalore

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangalore)। ছবি- সংগৃহীত

নিলাম- জশ হ্যাজেলউড, ফিল সল্ট , জিতেশ শর্মা, ভুবনেশ্বর কুমার, লিয়াম লিভিংস্টোন, রাসিখ দার, ক্রুণাল পান্ডিয়া, টিম ডেভিড, জ্যাকব বেথেল, সুয়াশ শর্মা, দেবদূত পাডিক্কাল, নুয়ান থুশারা, রোমারিও শেফার্ড, লুনগিসানি এনগিডি, স্বপ্নিল সিং, মোহিত রাঠি, অভিনন্দন সিং, স্বস্তিক চিকারা, মনোজ ভান্ডাগে।

রিটেনশন- বিরাট কোহলি, রজত পাতিদার, যশ দয়াল।

সানরাইজার্স হায়দরাবাদ

Sunrisers Hyderabad IPL 2025

সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad IPL 2025)। ছবি- সংগৃহীত

নিলাম- ঈশান কিশান, মোহাম্মদ শামি, হার্শাল প্যাটেল, অভিনব মনোহর, রাহুল চাহার, অ্যাডাম জাম্পা, সিমারজিত সিং, এশান মালিঙ্গা, ব্রাইডন কার্স, জয়দেব উনাদকাট, কামিন্দু মেন্ডিস, জিশান আনসারি, সচিন বেবি, অনিকেত ভার্মা, অথর্ব তাইড়ে।

রিটেনশন- হেনরিখ ক্লাসেন, প্যাট কামিন্স, অভিষেক শর্মা, ট্রেভিস হেড, নিতীশ রেড্ডি।

ক্রিফোস্পোর্টস/২৬নভেম্বর২৪/এসএ 

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট