আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবে অনুষ্ঠিত হবে ২০২৫ আইপিএলের মেগা নিলাম। এই নিলামকে সামনে রেখে আগেই নিবন্ধনকৃত ১৫৭৮ জনের লম্বা তালিকা প্রকাশ করেছিল বিসিসিআই। এবার নিলামের জন্য চূড়ান্ত খেলোয়াড়দের শর্টলিস্ট প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ ।
আইপিএলের মেগা নিলামের শর্টলিস্টে রাখা হয়েছে ৫৭৪ ক্রিকেটার। যেখানে বাংলাদেশ থেকে ইতোমধ্যে আইপিএল খেলা সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও লিটন দাসসহ মোট ১২ জন ক্রিকেটার রয়েছেন।
বাকি ৯ ক্রিকেটার হলেন তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ এবং নাহিদ রানা। এই ৯ ক্রিকেটারের কারোই এখনো আইপিএল খেলার সুযোগ হয়নি।
আরও পড়ুন:
» অবসরের কারণ জানালেন ইমরুল, ভাগ্যের দায়ে পাননি সুযোগ!
» ক্লাব বিশ্বকাপের শিরোপা উন্মোচন, রয়েছে যেসব নতুনত্ব
আইপিএলের মেগা নিলামের জন্য বাংলাদেশ থেকে নিবন্ধন করেছিলেন মোট ১৩জন ক্রিকেটার। তবে শর্টলিস্ট থেকে বাদ পড়েছেন একজন। তিনি হলেন পেসার শহিদুল ইসলাম।
মেগা নিলামের শর্টলিস্টে জায়গা পাওয়া ৫৭৪ ক্রিকেটারের মধ্যে ভারত থেকে আছেন ৩৬৬ জন। বাকী ২০৮ জন বিদেশি ক্রিকেটার। এর মধ্য থেকে সর্বোচ্চ ২০৪ জন ভারতীয় ও ৭০ জন বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারবে ফ্রাঞ্চাইজিগুলো।
এবারের নিলামে সর্বোচ্চ ২কোটি রূপির ভিত্তিমূল্যে রয়েছেন মুস্তাফিজ। এরপর ১কোটির ভিত্তিমূল্যে রয়েছেন সাকিব, মেহেদি মিরাজ এবং তাসকিন আহমেদ। এছাড়া বাকি ৮ ক্রিকেটার লিটন দাস, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদি, হাসান মাহমুদ ও নাহিদ রানার ভিত্তিমূল্য ৭৫ লাখ রূপি।
আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে আইপিএলের ১৮তম আসরের মেগা নিলাম। প্রথমবারের মতো ভারতের বাইরে বড় পরিসরে এই নিলাম অনুষ্ঠিত হবে।
ক্রিফোস্পোর্টস/১৫নভেম্বর২৪/বিটি