Connect with us
ক্রিকেট

আইপিএল নিলাম : প্রথম দিনে কে কোন দলে, দেখে নিন একনজরে

Ipl trophy and logo
আইপিএল। ছবি- সংগৃহীত

আইপিএলের দুইদিন ব্যাপী হতে যাওয়া মেগা নিলামের প্রথম দিন শেষ হয়েছে গতকালই। যেখানে দেখা গেছে অসংখ্য চমক। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ দামি ক্রিকেটার হওয়ার রেকর্ড ভেঙেছে দুই দফা। দেখা গেছে ক্রিকেটার ছেড়ে দিয়ে পুনরায় সেই ক্রিকেটারকে তিন গুন মূল্যে দলে নেয়ার মতোও ব্যাপার।

প্রথম দিনের নিলামে ৮৪ জন ক্রিকেটারের নাম উঠেছিল। যার মধ্যে ৬০ ক্রিকেটার নতুন করে দল পেয়েছেন। টুর্নামেন্টের দশ ফ্র্যাঞ্চাইজির মধ্যে সর্বোচ্চ ৯ ক্রিকেটার দলে ভিড়িয়ে গুজরাত টাইটান্স। আজ নিলামের দ্বিতীয় দফা শুরু হবে বিকাল চারটায়। যেখানে উঠতে পারে একাধিক টাইগার ক্রিকেটারের নাম।

একনজরে আইপিএল নিলামের প্রথম দিনে দল পেলেন যারা :

চেন্নাই সুপার কিংস
নুর আহমেদ (১০ কোটি টাকা)
রবিচন্দ্রন অশ্বিন (৯ কোটি ৭৫ লক্ষ টাকা)
ডেভন কনওয়ে (৬ কোটি ২৫ লক্ষ টাকা)
খলিল আহমেদ (৪ কোটি ৮০ লক্ষ টাকা)
রাচিন রবীন্দ্র (৪ কোটি টাকা)
রাহুল ত্রিপাঠি (৩ কোটি ৪০ লক্ষ টাকা)
বিজয় শঙ্কর (১ কোটি ২০ লক্ষ টাকা)

সানরাইজার্স হায়দরাবাদ
ঈশান কিশন (১১ কোটি ২৫ লক্ষ টাকা)
অথর্ব তাইড়ে (৩০ লক্ষ টাকা)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
জস হেজ়লউড (১২ কোটি ৫০ লক্ষ টাকা)
ফিল সল্ট (১১ কোটি ৫০ লক্ষ টাকা)
জিতেশ শর্মা (১১ কোটি টাকা)
লিয়াম লিভিংস্টোন (৮ কোটি ৭৫ লক্ষ টাকা)
রাসিখ দার (৬ কোটি টাকা)
সুযশ শর্মা (২ কোটি ৬০ লক্ষ টাকা)

কলকাতা নাইট রাইডার্স
বেঙ্কটেশ আয়ার (২৩ কোটি ৭৫ লক্ষ টাকা)
এনরিখ নোখিয়ে (৬ কোটি ৫০ লক্ষ টাকা)
কুইন্টন ডি’কক (৩ কোটি ৬০ লক্ষ টাকা)
অঙ্গকৃশ রঘুবংশী (৩ কোটি টাকা)
রহমানুল্লা গুরবাজ় (২ কোটি টাকা)
বৈভব আরোরা (১ কোটি ৮০ লক্ষ টাকা)
মায়াঙ্ক মারকান্ডে (৩০ লক্ষ টাকা)

মুম্বই ইন্ডিয়ান্স
ট্রেন্ট বোল্ট (১২ কোটি ৫০ লক্ষ টাকা)
নমন ধীর (৫ কোটি ২৫ লক্ষ টাকা)
রবিন মিনজ় (৬৫ লক্ষ টাকা)
কর্ণ শর্মা (৫০ লক্ষ টাকা)

দিল্লি ক্যাপিটালস
লোকেশ রাহুল (১৪ কোটি টাকা)
মিচেল স্টার্ক (১১ কোটি ৭৫ লক্ষ টাকা)
টি নটরাজন (১০ কোটি ৭৫ লক্ষ টাকা)
জ্যাক ফ্রেজ়ার-ম্যাকগার্ক (৯ কোটি টাকা)
হ্যারি ব্রুক (৬ কোটি ২৫ লক্ষ টাকা)
আশুতোষ শর্মা (৩ কোটি ৮০ লক্ষ টাকা)
মোহিত শর্মা (২ কোটি ২০ লক্ষ টাকা)
সমীর রিজ়ভি (৯৫ লক্ষ টাকা)
করুণ নায়ার (৫০ লক্ষ টাকা)

পঞ্জাব কিংস
বিশাখ বিজয় কুমার (১ কোটি ৮০ লক্ষ টাকা)
যশ ঠাকুর (১ কোটি ৬০ লক্ষ টাকা)
হরপ্রীত ব্রার (১ কোটি ৫০ লক্ষ টাকা)
বিষ্ণু বিনোদ (৯৫ লক্ষ টাকা)

আরও পড়ুন:

» ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মমিনুল

» অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিনসহ আজকের খেলা (২৫ নভেম্বর ২৪)

লখনউ সুপার জায়ান্টস
ঋষভ পন্থ (২৭ কোটি টাকা)
আবেশ খান (৯ কোটি ৭৫ লক্ষ টাকা)
ডেভিড মিলার (৭ কোটি ৫০ লক্ষ টাকা)
আব্দুল সামাদ (৪ কোটি লক্ষ টাকা)
মিচেল মার্শ (৩ কোটি ৪০ লক্ষ টাকা)
এডেন মার্করাম (২ কোটি টাকা)
আরিয়ান জুয়াল (৩০ লক্ষ টাকা)

গুজরাত টাইটান্স
জস বাটলার (১৫ কোটি ৭৫ লক্ষ টাকা)
মহম্মদ সিরাজ (১২ কোটি ২৫ লক্ষ টাকা)
কাগিসো রাবাডা (১০ কোটি ৭৫ লক্ষ টাকা)
প্রসিদ্ধ কৃষ্ণ (৯ কোটি ৫০ লক্ষ টাকা)
মহীপাল লোমরোর (১ কোটি ৭০ লক্ষ টাকা)
কুমার কুশাগ্র (৬৫ লক্ষ টাকা)
মানব সুতার (৩০ লক্ষ টাকা)
অনুজ রাওয়াত (৩০ লক্ষ টাকা)
নিশান্ত সিন্ধু (৩০ লক্ষ টাক

রাজস্থান রয়্যালস
জফ্রা আর্চার (১২ কোটি ৫০ লক্ষ টাকা)
ওয়ানিন্দু হাসরঙ্গ (৫ কোটি ২৫ লক্ষ টাকা)
মাহিস থিকসানা (৪ কোটি ৪০ লক্ষ টাকা)
আকাশ মাধোয়াল (১ কোটি ২০ লক্ষ টাকা)
কুমার কার্তিকেয় (৩০ লক্ষ টাকা)

ক্রিফোস্পোর্টস/২৫নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট