Connect with us
ক্রিকেট

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, চলবে দুই ম্যাসব্যাপী

IPL 2025
২০২৫ আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিসিসিআই

আঠারোতম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলের আসর মাঠে গড়াবে এ বছর। ওই আসরের সামনে রেখে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রন বোর্ড- বিসিসিআই। এবারের টুর্নামেন্ট চলবে দুই মাস তিন দিনব্যাপী। শুরু হবে আগামী ২২ মার্চ। আর ২৫ মে ফাইনালের মধ্যে দিয়ে শেষ হবে।

নিয়ম অনুযায়ী জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের উদ্বোধনী ম্যাচে খেলবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। আগামী ২২ মার্চ ইডেন গার্ডেনসে কলকাতার প্রতিপক্ষ বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। উদ্বোধনী ম্যাচের পর এই ইডেনের মাঠেই ফাইনাল হবে ২৫ মে

এবারের আসরে সব মিলিয়ে ৭৪টি ম্যাচ খেলা হবে ১৩টি ভেন্যুতে। ২০০৮ সালের আইপিএলের উদ্বোধনী ম্যাচেও ‍মুখোমুখি হয়েছিল কলকাতা এবং বেঙ্গালুরু। ১৭ বছর পর আবার একই দৃশ্য দেখা যাবে।এই দুই দল লিগপর্বে একে অপরের বিপক্ষে শেষ ম্যাচেও মুখোমুখি হবে।


আরও পড়ুন:

» আইপিএল-২০২৫ : মেগা নিলাম শেষে কে কোন দলে?

» কেমন হলো বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন জার্সি?

» চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশেষ যা করতে যাচ্ছে পাকিস্তান বিমানবাহিনী


এবারের আইপিএলে মুম্বাই ও বেঙ্গালুরু একে অপরের বিপক্ষে একটি ম্যাচই খেলবে। ৭ এপ্রিল মুম্বাইয়ে হবে সেই ম্যাচ। বেঙ্গালুরু এবারের আইপিএলে লিগ পর্বে দু’টি করে ম্যাচ খেলবে কলকাতা (২২ মার্চ এবং ১৭ মে), রাজস্থান রয়্যালস (১৩ এবং ২৪ এপ্রিল), চেন্নাই সুপার কিংস (২৮ মার্চ এবং ৩ মে), পাঞ্জাব কিংস (১৮ এবং ২০ এপ্রিল) এবং দিল্লি ক্যাপিটালসের (১০ এবং ২৭ এপ্রিল) বিরুদ্ধে।

কোহলিদের একটি করে ম্যাচ খেলতে হবে মুম্বাই (৭ এপ্রিল), গুজরাট টাইটান্স (২ এপ্রিল), সানরাইজার্স হায়দরাবাদ (১৩ মে) এবং লখনৌ সুপার জায়ান্টসের (৯ মে) বিরুদ্ধে।

পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই দু’টি করে ম্যাচ খেলবে মুম্বাই (২৩ মার্চ এবং ২০ এপ্রিল), বেঙ্গালুরু (২৮ মার্চ এবং ৩ মে), রাজস্থান (৩০ মার্চ এবং ১২ মে), কলকাতা (১১ এপ্রিল এবং ৭ মে) এবং পাঞ্জাব (৮ এবং ৩০ এপ্রিল)। একটি করে ম্যাচ খেলবে তারা দিল্লি (৫ এপ্রিল), লখনৌ (১৪ এপ্রিল), হায়দরাবাদ (২৫ এপ্রিল) এবং গুজরাটের (১৮ মে) বিরুদ্ধে।

মুম্বাইও দু’টি করে ম্যাচ খেলবে চেন্নাই (২৩ মার্চ এবং ২০ এপ্রিল), দিল্লি (১৩ এপ্রিল এবং ১৫ মে), গুজরাট (২৯ মার্চ এবং ৬ মে), লখনৌ (৪ এবং ২৭ এপ্রিল) এবং হায়দরাবাদের বিপক্ষে (১৭ এবং ২৩ এপ্রিল)। হার্দিক পাণ্ডিয়ার দল একটি করে ম্যাচ খেলবে কলকাতা (৩১ মার্চ), বেঙ্গালুরু (৭ এপ্রিল), দিল্লি (১৩ এপ্রিল) এবং রাজস্থানের (১ মে) বিপক্ষে।

Ipl 2025

এবারের আইপিএলের মেগা নিলামের আসর বসেছিল নভেম্বরে সৌদির জেদ্দায়।

২০ মে থেকে শুরু হবে আইপিএলের নকআউট পর্ব। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলের মধ্যে প্রথম কোয়ালিফায়ার খেলা হবে ওই দিনই। পরের দিন এলিমিনেটর, পয়েন্ট টেবিলের তৃতীয় এবং চতুর্থ দলের মধ্যে। এই দুটি ম্যাচ খেলা হবে হায়দরাবাদে। দ্বিতীয় কোয়ালিফায়ার খেলা হবে ইডেনে, ২৩ মে। প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল এবং এলিমিনেটরের বিজয়ী দল মুখোমুখি হবে ওই ম্যাচে। ইডেন গার্ডেন্সেই ২৫ মে ফাইনাল খেলা হবে।

এর আগে গত নভেম্বরে আইপিএলের মেগা নিলাম বসে সৌদি আরবের জেদ্দায়। ১০টি ফ্র্যাঞ্চাইজি মিলে ১৮২জন খেলোয়াড়কে কিনতে খরচ করেছে মোট ৬৩৯ কোটি ১৫ লাখ রুপি। এবারের আইপিএলে বাংলাদেশ থেকে কাউকে কেনেনি কোনো দল।

ক্রিফোস্পোর্টস/১৬ফেব্রুয়ারি২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট